৭ দিনের রিমান্ডে পদ্মা সেতুর নাট বল্টু খোলা যুবক
পদ্মা সেতুর নাট বল্টু খুলে টিকটক ভিডিও করা বায়েজিদ তালহার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার বিকালে শরীয়তপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সালেহুজ্জামান তার রিমান্ড মঞ্জুর করেন।
শরিয়তপুর কোর্ট পরিদর্শক জাহাঙ্গীর হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে
তিনি জানান, ৪টায় তাকে আদালতে ওঠানো হয়। সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, রোববার যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। এতে দেখা যায়, এক যুবক টিকটকে ভিডিও বানাতে গিয়ে খুলে নিয়েছেন পদ্মা সেতুর দুটি নাট-বল্টু। এই নাট বল্টু দুটি দিয়ে লোহার রেলিংটি আটকানো রয়েছে কংক্রিটের রেলিংয়ের সঙ্গে।
বিষয়টি ছড়িয়ে পড়ার পরপরই বিকালে তাকে গ্রেফতার করে সিআইডি।
এদিকে, বায়েজিদকে গ্রেপ্তারের পর আজ সোমবার একটি ব্রিফিং করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মালিবাগের সিআইডি সদর দপ্তরে আয়োজিত এই ব্রিফিংয়ে সিআইডির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ জানান, বায়েজিদকে গতকাল (রোববার) বিকেল সাড়ে ৫টার দিকে আটক করা হয়।
তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।