জাতীয়

১২ কেজি এলপি গ্যাসের দাম আরও কমলো

৯৩ টাকা কমিয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৪২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি)।

সেসঙ্গে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাস লিটারপ্রতি ৫৭ দশমিক ৯১ টাকা নির্ধারণ করেছে বিইআরসি।

বৃহস্পতিবার (২ জুন) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মো. আবদুল জলিল এক সংবাদ সম্মেলনে এ দাম ঘোষণা করেন। সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে।

এর আগে, মে মাসে ১২ কেজি এলপি গ্যাসের দাম ছিল এক হাজার ৩৩৫ টাকা, অটোগ্যাস লিটার প্রতি ৬২ দশমিক ২১ টাকা নির্ধারণ করা হয়।

বিইআরসির চেয়ারম্যান বলেন, বুধবার (১ জুন) রাতে সৌদি আরামকো কোম্পানি তাদের দাম ঘোষণা করেছে। তারপর আমরা সারারাত সদস্যরা বসে দাম সমন্বয় করেছি।

এছাড়া ১৬ কেজির দাম এখন কমে ১৬৫৭ টাকা করা হয়েছে, যা আগের মাসে ছিল ১৭৮০ টাকা। ১৮ কেজির দাম আগে ছিল ২ হাজার ৩ টাকা, এখন হয়েছে ১৮৬৩টাকা। ২০ কেজির দাম ছিল ২ হাজার ২২৬ টাকা, এখন কমে ২ হাজার ৭১ টাকা হয়েছে। ২২ কেজি এলপিজির দাম ছিল ২ হাজার ৪৪৮ টাকা, যা এখন হয়েছে ২ হাজার ৪৪৮ টাকা। ২৫ কেজির দাম আগে ছিল ২ হাজার ৭৮১ টাকা, এখন কমিয়ে ২ হাজার ৫৮৭ টাকা করা হয়েছে। ৩০ কেজি এলপিজির দাম ৩ হাজার ৩৩৮ টাকা থেকে কমিয়ে ৩ হাজার ১০৬ টাকা করা হয়েছে। ৩৩ কেজির দাম ৩ হাজার ৬৭২ টাকা থেকে কমিয়ে ৩ হাজার ৪১৬ টাকা, ৩৫ কেজির দাম আগে ছিল ৩ হাজার ৮৯৪ টাকা, এখন করা হয়েছে ৩ হাজার ৬২২টাকা। ৪৫ কেজির দাম ৫ হাজার ৭ টাকা থেকে কমিয়ে ৪ হাজার ৬৬৯ টাকা করা হয়েছে।

এর আগে সর্বশেষ গত ৫ মে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button