জাতীয়লিড স্টোরি

এবার বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ পদক পাচ্ছেন যারা

প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণবাদী সংস্থা ও ব্যক্তিকে জাতীয়ভাবে উৎসাহিত করার লক্ষ্যে তিন ক্যাটাগরিতে দেওয়া হচ্ছে ‘বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ কনজারভেশন’ পদক।

২০২১ সালের জন্য নির্বাচিত পদকপ্রাপ্তদের নামের একটি তালিকা সম্প্রতি প্রকাশ করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

বন ও বন্যপ্রাণী সংরক্ষণ কাজে নিয়োজিত কর্মকর্তা, খ্যাতিমান গবেষক, বিজ্ঞানী, বন্যপ্রাণী সংরক্ষণবাদী ব্যক্তি ও গণমাধ্যম কর্মী/ব্যক্তিত্ব ক্যাটাগরিতে চুয়াডাঙ্গার মো. বখতিয়ার হামিদ মনোনীত হয়েছেন।

এছাড়া বন্যপ্রাণীবিষয়ক শিক্ষা ও গবেষণা ক্যাটাগরিতে প্রয়াত ড. মো. আনিসুজ্জামান এবং বন্যপ্রাণী সংরক্ষণে নিবেদিত প্রতিষ্ঠান ক্যাটাগরিতে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের টিম ফর এনার্জি অ্যান্ড এনভায়রনমেনটাল রিসার্চ (টিইইআর) পুরস্কারের জন্য মনোনীত হয়েছে।

‘বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ কনজারভেশন’-এর প্রতিটি শ্রেণিতে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি/প্রতিষ্ঠানকে দুই ভরি (২৩ দশমিক ৩২ গ্রাম) ওজনের স্বর্ণের বাজারমূল্যের সমপরিমাণ নগদ অর্থ ও পঞ্চাশ হাজার টাকার অ্যাকাউন্ট পে-ই চেক এবং সনদপত্র দেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Back to top button