অবৈধ মজুতের তথ্য দিন এই নম্বরে
খাদ্যদ্রব্য ও চালের অবৈধ মজুত ধরতে নিয়ন্ত্রণ রুম খুলেছে খাদ্য মন্ত্রণালয়। নিয়ন্ত্রণ রুমে ফোন দিয়ে অবৈধ মজুতের তথ্য জানাতে পারবেন যে কেউ।
বৃহস্পতিবার (২ জুন) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়ন্ত্রণ রুমে অবৈধ মজুতের তথ্য জানাতে +৮৮০২২২৩৩৮০২১১৩, ০১৭৯০৪৯৯৯৪২ এবং ০১৭১৩০০৩৫০৬ নম্বরে ফোন করা যাবে।
এদিকে, খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামাল হোসেন জানিয়েছেন, ঢাকায় অবৈধ মজুতবিরোধী ৫টি টিম আজ মাঠে নামছে। সঙ্গে থাকছে মোবাইল কোর্টও।
জেলা উপজেলায়ও অভিযান চলবে বলে জানান মো. কামাল হোসেন।
বুধবার (১ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, মজুতদার কোনো দলের নয়। দলের লেবাস নিয়ে মজুত করলে তারাও ছাড় পাবেন না। এটা আমি পরিষ্কার করে বলে দিচ্ছি। আমি অন্ততপক্ষে মামলা করব।
লেবাস-অলেবাস, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত নিয়ে কথা না, মজুতদার মজুতদারই৷ সে কোন দলের, সেটা আমার দেখার দরকার নেই, সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, আমরা গত ১২ ঘণ্টার মধ্যে অনেক কাজ করেছি। আরও করার সুযোগ দিন। কোনো তথ্য পেলে মন্ত্রণালয়কে জানানোর জন্য এসময় অনুরোধ করেন মন্ত্রী।