রিয়াল থেকে মার্সেলোর অশ্রুসিক্ত বিদায়
২০০৭ থেকে শুরু করে ২০২২ পর্যন্ত ১৫ বছরের পথচলায় স্মৃতিগুলো হৃদয়ে ধারণ করে অশ্রুসিক্ত চোখে বিদায় নিলেন মার্সেলোও।
তিনি ইতি টানতে যাচ্ছেন রিয়াল মাদ্রিদের হয়ে দেড় দশকের পথচলার। আর তাই চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতার পর বার্নাব্যুতে উৎসবের মাঝেও চোখে জল মার্সেলোর।
রেকর্ড ১৪তম চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় উদযাপনের অংশ হিসেবে রিয়ালের খেলোয়াড়ররা একটি উন্মুক্ত বাসে ট্রফি নিয়ে শনিবার মাদ্রিদ শহর প্রদক্ষিণ করে। মাঝপথে তারা বিরতি নেয় আঞ্চলিক সরকারের সদর দফতর আলমুদেনা ক্যাথেড্রাল, সিটি হল, প্লাজা সিবেলেস এবং সবশেষে সান্তিয়াগো বার্নাব্যুতে।
রিয়াল মাদ্রিদের হয়ে মার্সেলোর এটি পঞ্চম চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়। লা লিগা জিতেছেন ছয়টি। সুপার কাপ তিনটি, ক্লাব বিশ্বকাপ চারটি, কোপা দলে রে শিরোপা তিনি জেতেন দুটি। সব মিলিয়ে দারুণ এক দীর্ঘ অভিজ্ঞতার স্মৃতি মার্সেলোর।