ব্রাজিলে বন্যা ও ভূমিধসে মৃত্যু বেড়ে ৮০
চলতি মৌসুমের সব চেয়ে ভারী বর্ষণ হয়েছে ব্রাজিলে। এতে দেশটির উত্তর-পূর্বাঞ্চলে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৮০ জনে দাঁড়িয়েছে। বন্যাকবলিত এলাকায় এখনো অর্ধশতাধিক মানুষ নিখোঁজ রয়েছে। দেশটির প্রতিরক্ষা কর্মকর্তারা সোমবার এ খবর জানিয়েছেন।
বিশ্লেষকরা বলছেন, চলতি মৌসুমের মধ্যে অন্যতম ভারী এই বৃষ্টির কারণে সৃষ্ট এটি চতুর্থ বড় প্রাকৃতিক দুর্যোগের ঘটনা। এতে দেশটির নিম্ন আয়ের মানুষজন বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। লাতিন আমেরিকার বৃহত্তম দেশটিতে অস্বাভাবিক বৃষ্টি জলবায়ু পরিবর্তনের ফলে হতে পারে কি না তা নিয়ে বিজ্ঞানীরা আগে থেকেই শঙ্কা প্রকাশ করে আসছেন।
বন্যা ও ভূমিধসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির পার্নাম্বুকো রাজ্য। এখানে ৫৬ জনের মৃতু্যর খবর পাওয়া গেছে। অন্যদিকে, প্রতিবেশী রাজ্য আলাগোসে মারা গেছেন একজন। বাকিরা আরো বিভিন্ন রাজ্যে মারা যান।
দুর্গত এলাকায় জরুরি ব্যবস্হাপনার দায়িত্বে থাকা দেশটির ফেডারেল সিভিল ডিফেন্স সার্ভিস এক টুইটার বার্তায় জানায়, পার্নাম্বুকো রাজ্যটিতে এখনো ৫৬ জন নিখোঁজ রয়েছেন।