বিশ্ব তামাকমুক্ত দিবস আজ
বিশ্ব তামাকমুক্ত দিবস আজ। তামাক চাষ, তামাকজাত পণ্য উৎপাদন, ব্যবহার ও তামাকের বর্জ্য পরিবেশের জন্য কতটা ক্ষতিকর এ বিষয়ে জনগণ ও নীতিনির্ধারণী পর্যায়ে সচেতনতা সৃষ্টিতে প্রতি বছর ৩১ মে পালন করা হয় দিবসটি। বাংলাদেশ সরকার ২০৪০ সালের মধ্যে দেশকে তামাকমুক্ত ঘোষণা করার রোডম্যাপ হাতে নিয়েছে।
এ বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থা দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘টোব্যাকো: থ্রেট টু আওয়ার এনভায়রনমেন্ট’ (তামাক: পরিবেশের জন্য হুমকি)। এছাড়াও বাংলাদেশে দিবসটি পালিত হতে যাচ্ছে ‘তামাকমুক্ত পরিবেশ, সুস্বাস্থ্যের বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে।
এক জরিপে দেখা যায়, ওর্য়াল্ড হেল্থ অরগানাইজেশন WHO এর ২০২১ সালের তথ্য অনুযায়ী-
বাংলাদেশ পৃথিবীতে সবচেয়ে বেশি তামাক ব্যবহারকারী দেশগুলোর মধ্যে অন্যতম
- ৩৫.৩ শতাংশ (৩ কোটি ৭৮ লক্ষ) প্রাপ্তবয়স্ক মানুষ (১৫ বছর ও তদুর্ধ্ব) তামাক ব্যবহার করে; ১০৯টি দেশের মধ্যে সর্বোচ্চ ধূমপায়ীর দিক থেকে বাংলাদেশের অবস্থান ৯ম;
- কর্মক্ষেত্রসহ পাবলিক প্লেস ও পরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার হয় ৩ কোটি ৮৪ লক্ষ প্রাপ্তবয়স্ক মানুষ।
বাংলাদেশের বর্তমান তামাক কর কাঠামো অত্যন্ত জটিল[i] যা তামাক ব্যবহার নিরুৎসাহিতকরণে যথেষ্ট নয়[ii]
- বাংলাদেশে সকল তামাকপণ্যের উপর মূল্যের শতাংশ হারে (ad-valorem) সম্পূরক শুল্ক ধার্য করা হয়। এছাড়াও তামাকপণ্যের ধরন (সিগারেট, বিড়ি, জর্দা ও গুল), বৈশিষ্ট্য (ফিল্টার, নন ফিল্টার) এবং ব্রান্ড ভেদে ভিত্তিমূল্য (সিগারেটে ৪টি মূল্যস্তর যথা, নিন্ম, মধ্যম, উচ্চ এবং প্রিমিয়াম) এবং কর-হার এ রয়েছে ব্যাপক পার্থক্য (টেবিল ১)।
- সিগারেটে বহুস্তর বিশিষ্ট করকাঠামো চালু থাকায়:
- বাজারে অত্যন্ত সস্তা এবং সহজলভ্য সিগারেট বিদ্যমান;
- ধূমপান ছেড়ে দেওয়ার পরিবর্তে ভোক্তা তুলনামূলকভাবে কমদামি সিগারেট বেছে নিতে পারছে;
- প্রাপ্তবয়স্কদের মধ্যে মাথাপিছু সিগারেট বিক্রি বিগত বছরগুলোতে প্রায় একইরকম রয়েছে; এবং
- সাম্প্রতিক বছরগুলোতে সিগারেটের ব্যবহার তুলনামূলকভাবে প্রায় একইরকম রয়েছে।
- করের ভিত্তি এবং করহার খুবই কম হওয়ায় বিড়ি এবং ধোঁয়াবিহীন তামাকপণ্য (জর্দা ও গুল) অধিক সহজলভ্য থেকে যাচ্ছে।
কর বৃদ্ধি জীবন বাঁচাবে এবং রাজস্ব আয় বাড়াবে
- তামাকের ব্যবহার কমানোর সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে কর বৃদ্ধির মাধ্যমে তামাকপণ্যের মূল্য বাড়ানো। কার্যকরভাবে কর বাড়ালে তামাকপণ্যের মূল্যবৃদ্ধি পায় এবং সহজলভ্যতা হ্রাস পায়।
- উচ্চমূল্য তরুণদের তামাক ব্যবহার শুরু নিরুৎসাহিত করে এবং বর্তমান ব্যবহারকারীদেরকে তামাক ছাড়তে উৎসাহিত করে।
বাংলাদেশে তামাকের ব্যবহার কমাতে নিম্নবর্ণিত পদক্ষেপগুলো সবচেয়ে বেশি ফলপ্রসু হতে পারে:
- স্বাস্থ্যবিষয়ক লক্ষ্য অর্জন এবং রাজস্ব আয় সম্পর্কে সঠিক পূর্বানুমান করতে অ্যাড ভ্যালোরেম এর পরিবর্তে সুনির্দিষ্ট কর পদ্ধতি প্রবর্তন এবং করহার নিয়মিতভাবে মূল্যস্ফীতি ও আয় বৃদ্ধির সাথে সমন্বয় করতে হবে।
- নিম্ন স্তরের সিগারেটের মূল্য ব্যাপকভাবে বৃদ্ধি করা। সিগারেট বাজারের সিংহভাগ দখল করে রেখেছে এই স্তরের সিগারেট। ২০০৬-০৭ সালে এই স্তরের মার্কেট শেয়ার ছিল মাত্র ২৫ শতাংশ যা ব্যাপকহারে বেড়ে ২০২০-২১ সালে ৭৫ শতাংশে দাঁড়িয়েছে।
- বিড়ির দাম উল্লেখযোগ্য পরিমাণ বাড়ানো যাতে সস্তা সিগারেট ও বিড়ির মধ্যে মূল্য পার্থক্য কমে আসে এবং এসব তামাকপণ্যের মধ্যে ভোক্তার পছন্দ পরিবর্তন নিরুৎসাহিত হয়।
দিবসটি উপলক্ষে বাংলাদেশ সরকার ও বিভিন্ন সামাজিক সংগঠনগুলো জনসচেতনতা মূলক নানা উদ্যোগ হাতে নিয়েছে।
এছাড়াও বাংলাদেশ ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল এ দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করছে।