জাতীয়

বাংলাদেশ সফরে ভারতের দুই যুদ্ধজাহাজ

বন্ধুপ্রতিম দেশ ভারত থেকে তিন দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশের মোংলা বন্দরে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধের জাহাজ আইএনএস কোরা ও আইএনএস সুমেধা।

মঙ্গলবার (২৪ মে) বিকেল ৪টায় মোংলা বন্দরে এসে পৌঁছায় ভারতীয় যুদ্ধজাহাজ দুটি। এ সময় বাংলাদেশ নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্য অনুযায়ী ব্যান্ড পরিবেশন করে জাহাজ দুটিকে অভিবাদন জানায়।

খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আনোয়ার হোসেনের পক্ষ থেকে বানৌজা মোংলার অধিনায়ক ক্যাপ্টেন এম মোশারেফ হোসেন জাহাজ দুটিকে মোংলা বন্দরে অভ্যর্থনা জানান। এ সময় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় দূতাবাসের প্রতিনিধিসহ বাংলাদেশ নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সফরকারী জাহাজ দুটি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা আবু উবাইদাহ ও বানৌজা আলী হায়দার তাদের স্বাগত জানায়। ১৪ জন কর্মকর্তা ও ১২১ জন নাবিকসহ ‘আইএনএস কোরা’র নেতৃত্বে আছেন কমান্ডার প্রদীপ কুমার ও ১১ জন কর্মকর্তা ও ১১০ জন নাবিকসহ ‘আইএনএস সুমেধা’র নেতৃত্বে আছেন কমান্ডার সুমিত মালিক।

বাংলাদেশে অবস্থানকালে ঢাকার ভারতীয় হাইকমিশনের একজন প্রতিনিধি ও জাহাজ দুটির অধিনায়ক খুলনা নেভাল এরিয়া ও কমান্ডার ফ্লোটিলা ওয়েস্টের সঙ্গে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করবেন।

সফরের অংশ হিসেবে জাহাজ দুটি বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে মোংলা নেভাল বার্থ ও বাংলাদেশের সমুদ্র সীমানায় এক্সারসাইজ ‘করপ্যাট’ ও ‘এক্সারসাইজ বঙ্গোসাগর’এ অংশগ্রহণ করবে।

এ ছাড়া, ভারতীয় নৌবাহিনীর দল ও কমফ্লোট ওয়েস্ট দলের মধ্যে প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হবে। সফরের অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকরা ভারতীয় নৌবাহিনীর জাহাজ পরিদর্শন করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button