বিনোদনসাহিত্য ও বিনোদন

‘ভাদাইমা’খ্যাত কৌতুক অভিনেতা আহসান আলী আর নেই

চলে গেলান টাঙ্গাইলের জনপ্রিয় কৌতুক অভিনেতা ‘ভাদাইমা’খ্যাত আহসান আলী (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (২২ মে) দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ধরে তিনি ক্যানসার ও লিভারের সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।

মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের রামপাল গ্রামের বাসিন্দা ছিলেন।

আহসান আলীর মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার শ্যালক জজ আলী।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন আহসান আলী। এ ছাড়া তার লিভারেও পানি জমেছিল। রোববার সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে শহরের একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে থেকে পরে আহসান আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button