বিএডিসি প্রকৌশলী সমিতি’র সভাপতি শিবেন্দ্র নারায়ন, সাধারণ সম্পাদক আপেল মাহমুদ
বিএডিসি প্রকৌশলী সমিতি’র ২০২২-২০২৩ সনের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি পদে উপ-প্রধান প্রকৌশলী শিবেন্দ্র নারায়ন গোপ এবং সাধারণ সম্পাদক পদে নির্বাহী প্রকৌশলী এ কে এম আপেল মাহমুদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
রাজধানীর মানিক মিয়া এভিনিউ সেচ ভবনে গতকাল শনিবার (২১ মে) বিএডিসি প্রকৌশলী সমিতি’র ২০২২-২০২৩ সনের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সহ-সভাপতি পদে প্রকৌশলী এস এম শহীদুল আলম, প্রকৌশলী মোহাম্মদ মিজানুর রহমান, প্রকৌশলী আবুল হাসান মো: মিজানুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে প্রকৌশলী সাইফুল আযম, প্রকৌশলী হুসাইন মো: খালিদুজ্জামান, সাংগঠনিক-সম্পাদক পদে প্রকৌশলী শাহ কিবরিয়া মাহবুব তন্ময়, দপ্তর-সম্পাদক পদে প্রকৌশলী জাহিদ আনছারী, প্রচার সম্পাদক পদে প্রকৌশলী তমাল দাশ, সাংস্কৃতিক-সম্পাদক পদে প্রকৌশলী সরোয়ার জাহান।
কোষাধ্যক্ষ পদে প্রকৌশলী এস.এম.আতাই রাব্বি, সদস্য পদে প্রকৌশলী সঞ্চয় সরকার, প্রকৌশলী এ.কে.এম জাহাঙ্গীর আলম সরকার, প্রকৌশলী আহসান উদ্দিন আহমেদ, প্রকৌশলী মোছাম্মৎ শাহিনারা বেগম, প্রকৌশলী মো: কামরুজ্জামান, প্রকৌশলী মো: আশরাফুল আলম, প্রকৌশলী সুদেব কর্মকার, প্রকৌশলী মো: সোহেল রানা, প্রকৌশলী আবদুল্লাহ আল-মুসাব্বির বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।