ইভিএমে ভুল পেলে পুরস্কৃত করা হবে: ইসি হাবিব
গণতান্ত্রিকভাবে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে ইভিএম ব্যবহারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান।ব্যালটবাক্স লুটের চিন্তা বাদ রেখে ইভিএম দিয়ে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
শুক্রবার (২০ মে) দুপুরে খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে ভোটারতালিকা হালনাগাদ কর্মসূচি ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আহসান হাবিব খান বলেন, সকল রাজনৈতিক ব্যক্তিদের ইভিএম পরীক্ষার সুযোগ দেওয়া হবে। ভুল ধরতে পারলে পুরস্কৃত করা হবে।
তিনি বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা নির্বাচন কমিশনের কাজ। বর্তমান নির্বাচন কমিশন সঠিকতা ও স্বচ্ছতায় বিশ্বাসী। আমরা সকল দলের অংশগ্রহণে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন চাই। নির্বাচনে অনেকে পেশিশক্তির ব্যবহার করতে চান। তবে এর সমাধান হতে পারে ইভিএম। সকল রাজনৈতিক ব্যক্তিদের ইভিএম পরীক্ষার সুযোগ দেওয়া হবে। ভুল ধরতে পারলে পুরস্কৃত করা হবে।
এসময় হালনাগাদ কাজে জড়িত সবাইকে নির্ভুল ভোটার তালিকা প্রস্তুতের অনুরোধ জানান তিনি।