খেলা
ইনজুরির জন্য ২১ দিনের জন্য খেলতে পারবেন না শরিফুল
বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্টের চতুর্থ দিনে ব্যাটিংয়ে নেমে হাতে চোট পেয়েছেন বাংলাদেশী পেসার শরীফুল ইসলাম। এ জন্য ২১ দিনের জন্য খেলতে পারবেন না তিনি। এর ফলে দ্বিতীয় টেস্টে শরীফুলের খেলতে পারবেন কি না, তা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মে) সকালে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডান হাতে চোট পাওয়ার কারণে ২১ দিন বিশ্রামে থাকার পরমর্শ দেওয়া হয়েছে। বর্তমান শরীফুল বিশ্রামে আছেন।
আর তাই চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিনেশ শরীফুলকে ছাড়াই খেলতে নামে বাংলাদেশ। চিকিৎসকের পরামর্শে ২১ দিন মাঠের বাহিরে থাকায় ঢাকা টেস্টে শরিফুলের খেলার সম্ভাবনা নেই বললেই চলে।