জাতীয়

আলোর পথে এগিয়ে যাচ্ছে দেশ: প্রধানমন্ত্রী

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোন ঘর অন্ধকারে থাকবে না। সব ঘরেই যাবে বিদ্যুতের আলো। গনভবন থেকে ভিডিও কনফারেন্সে ৫ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বলেন, ডিজিটাল বাংলাদেশের পথে আরো এগিয়ে যাচ্ছে দেশ।
সমতল থেকে দুর্গম পাহাড়ে পৌঁছে দেয়া হবে বিদ্যুতের আলো। এ লক্ষ্য নিয়েই এগোচ্ছে বর্তমান সরকারের কার্যক্রম।
সে লক্ষ্যে গনভবন থেকে ভিডিও কনফারেন্সে পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় সৌর বিদ্যুৎ সুবিধার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এরফলে এই অঞ্চলের আর্থ-সমাজিক উন্নয়নে আরো এগিয়ে যাবে।
কাপ্তাই লেকে মাছ ও অন্যান্য প্রানীর উপর গবেষনার জন্য চট্টগ্রামের ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে নির্মিত ভ্রাম্যমান গবেষনা তরীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এসময় বলেন, মৎস্য প্রক্রিয়াজাত শিল্প গড়ে তোলা হবে সেখানে।
এরপরই বঙ্গবন্ধু হাইটেক সিটিতে নির্মিত ফোর টায়ার ডাটা সেন্টারের উদ্বোধন করেন শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, সকল বাঁধা উপেক্ষা করেই ডিজিটাল বাংলাদেশ এখন স্বপ্ন নয় সত্যি।
পরে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নতুন পাঁচটি সমুদ্রগামী জাহাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এর মাধ্যমে সামুদ্রিক পরিবহনে সক্ষমতা বাড়বে। ব্যয়ও কমবে।
পরে পর্বত্য অঞ্চলের সুবিধাভোগীদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button