জাতীয়

কাতার এয়ারওয়েজের যাত্রীর কাছ থেকে ২ কোটি ৮০ লাখ স্বর্ণ উদ্ধার

এয়ারপোর্ট কাস্টমস সি শিফট আনুমানিক ২ কোটি ৮০ লক্ষ টাকা মূল্যের ৬ কেজি ৬০ গ্রাম স্বর্ণালংকার আটক করেছে। ঢাকা কাস্টমস হাউজ কমিশনার এর নিকট স্বর্ণ চোরাচালানের গোপন সংবাদ থাকায় গ্রীন চ্যানেলে সতর্ক অবস্থা জারি করা হয়। আনুমানিক রাত ৩ টায় কাতার এয়ারওয়েজের যাত্রী মোঃ মুরশেদ হোসেন গ্রিন চ্যানেল অতিক্রমকালে দায়িত্বরত কর্মকর্তাদের সন্দেহ হয়।পরবর্তীতে যাত্রীর হাতে বহনকৃত ক্রোকারিজ সম্বলিত (খোলা গ্লাস সেট) শপিং ব্যাগ স্ক্যানিং করলে সুকৌশলে লুকায়িত স্বর্ণালঙ্কার শনাক্ত হয়। পরবর্তীতে এয়ারপোর্টের বিভিন্ন সংস্থার উপস্থিতিতে লাগেজ তল্লাশি করলে বিশেষ কায়দায় লুকানো ৬কেজি ৬০ গ্রাম স্বর্ণালংকার পাওয়া যায়। স্বর্ণ বহনকারী কে আটক করা হয়েছে এবং পুলিশে সোপর্দ করনের প্রক্রিয়া চলছে। আটককৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইন এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button