নাড়ির টানে বাড়ি ছুটছে মানুষ
শুরু হয়ে গেছে ঈদের ছুটি। ঈদের আগের শেষ শুক্রবার আজ। সে হিসেবে দরজায় কড়া নাড়ছে ঈদুল ফিতর। টানা ছুটি পেয়ে, পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে গ্রামের বাড়িতে ছুটছে মানুষ। আর তাই শুক্রবার ছুটির দিন বাস-ট্রেন-লঞ্চ সবখানেই ছিলো মানুষের ভিড়।
শুক্রবার (২৯ এপ্রিল) রাজধানীর মহাখালী বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, কমলাপুর রেল স্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনালে মানুষের ভিড় ছিল লক্ষ্যণীয়।
বরিশালের উদ্দেশ্যে রওনা হয়েছে, চাকুরিজীবী তাজ উদ্দিন। সাথে আছে তার দুই ছেলে মেয়ে ও স্ত্রী। তিনি বলেন, চাকরির সুবাদে ঢাকায় থাকলেও মন পড়ে থাকে গ্রামে। গ্রামে আমার বাবা-মা আছে। আমার বাচ্চারাও ওর দাদা-দাদি, নানা-নানি, মামাদের সাথে ঈদ কাটাতে পারে। যে কারণে শত ভোগান্তির মাঝেও অবশেষে বাড়ি যেতে পারছি, সেটাই আনন্দের।
টাঙ্গাইল যাচ্ছিলেন ইফাদ হোসেন, জানালেন, বায়িং হাউজে কাজ করি। বউ বাচ্চা-বাবা, মা সবাই টাঙ্গাইলেই থাকে। আর গ্রামে গেলে একটা প্রশান্তি আছে। সব সময় এই রাজধানীর ব্যস্ততায় খুব ক্লান্ত থাকি। ঈদ উপলক্ষ্যে কিছুদিন যানজটমুক্ত, কোলাহোল মুক্ত প্রশান্তি ও শান্ত পরিবেশ। সাথে ঈদ। ভাবতেই ভালো লাগে।
সবার সাথে কথা বলে জানা গেলো, যতই হোক দূর্ভোগ। সবশেষে, ঈদে বাড়ি যাওয়াটাই তাদের কাছে ঈদের আনন্দ।