অর্থ বাণিজ্যজাতীয়

ঈদ উপলক্ষে রাজধানীর জুতার দোকানে কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা

বাজার ঘুরে দেখা গেল অ্যাপেক্স, বাটা, বে, ওরিয়ন, টপটেন, লেদারেক্সসহ বিভিন্ন জুতার ব্র্যান্ডের শোরুম গুলোতে এসেছে নতুন নতুন ডিজাইনের জুতো।

ছেলেদের জন্য এসেছে লেদারের জুতা, কেডস, পাঞ্জাবির সাথে পড়ার জন্য চামড়ার বিভিন্ন স্টাইলের স্যান্ডেল। দাম ১ হাজার থেকে শুরু করে ৪ হাজার টাকা পর্যন্ত। তাই সামর্থ্য অনুযায়ী যে যেমন পারছেন কিনছেন।

অ্যাপেক্স

মেয়েদের হিল জুতা, পাম-সু, ও স্যান্ডেল। নকশায় প্রাধান্য পেয়েছে গোল্ডেন, হালকা গোলাপি ও সাদা রং। স্যান্ডেল সাজানো হয়েছে পাথর, চুমকি, জড়ি ও পুথি ইত্যাদি দিয়ে। নাগড়া জুতার প্রতিও বেশ আকর্ষণ লক্ষ্য করা গেছে নারীদের। দাম পড়ছে ১৪০০ থেকে শুরু করে ৩ হাজার পর্যন্ত ।

এতো গেলো ব্রান্ডের শোরুমের বিষয়। একটু রিজেন্যাবল প্রাইসে চাইলে, নিউমার্কেট, এলিফ্যান্ট রোডে বেশ কিছু নতুন ব্রান্ডের শোরুম রয়েছে। একই স্টাইলের জুতো সেখানে পাওয়া যাবে ১০০০ টাকা থেকে শুরু করে ৪ হাজার টাকার মধ্যে।
তবে, জুতো কেনার সময়, টেকসই ও মজবুত জুতা একটু পরখ করে নিতে হবে। অনেকেই আছেন, শুধু জামার সাথে ম্যচিং করে পড়ার জন্য জুতো কিনেন। সে ক্ষেত্রে ঠিক আছে। কিন্তু যদি টেকসই ও দীর্ঘদিন ব্যবহারের জন্য কিনেন। তাহলে একটু দেখে নিবেন।

Related Articles

Leave a Reply

Back to top button