অর্থ বাণিজ্যজাতীয়
ঈদ উপলক্ষে রাজধানীর জুতার দোকানে কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা
বাজার ঘুরে দেখা গেল অ্যাপেক্স, বাটা, বে, ওরিয়ন, টপটেন, লেদারেক্সসহ বিভিন্ন জুতার ব্র্যান্ডের শোরুম গুলোতে এসেছে নতুন নতুন ডিজাইনের জুতো।
ছেলেদের জন্য এসেছে লেদারের জুতা, কেডস, পাঞ্জাবির সাথে পড়ার জন্য চামড়ার বিভিন্ন স্টাইলের স্যান্ডেল। দাম ১ হাজার থেকে শুরু করে ৪ হাজার টাকা পর্যন্ত। তাই সামর্থ্য অনুযায়ী যে যেমন পারছেন কিনছেন।
মেয়েদের হিল জুতা, পাম-সু, ও স্যান্ডেল। নকশায় প্রাধান্য পেয়েছে গোল্ডেন, হালকা গোলাপি ও সাদা রং। স্যান্ডেল সাজানো হয়েছে পাথর, চুমকি, জড়ি ও পুথি ইত্যাদি দিয়ে। নাগড়া জুতার প্রতিও বেশ আকর্ষণ লক্ষ্য করা গেছে নারীদের। দাম পড়ছে ১৪০০ থেকে শুরু করে ৩ হাজার পর্যন্ত ।
জুতো কিনতে এসেছে, আর্শিদা আশা। তিনি বললেন, এবার বেশ নতুন ডিজাইনের সুন্দর কিছু জুতো এসেছে। তবে মনে হচ্ছে তুলনামূলক অন্যান্য বছরের চেয়ে দাম বেশি।
একই কথা বললেন রবিন নামে এক তরুণ। জানালেন, সব সময় বাটা, এ্যাপেক্স কিংবা বে থেকে নতুন জুতো কিনা হয়। সামর্থ অনুযায়ী পছন্দসই জুতা পেয়ে যাই। এবার জুতো পছন্দ হলেও, সেটা সামর্থের বাইরে যাচ্ছে। যে জুতোগুলো আগে হয়তো ১ থেকে ২ হাজারের মধ্যে সীমাবদ্ধ থাকতো, এখন সেগুলো ২৫০০ থেকে ৪ হাজার টাকা।
এতো গেলো ব্রান্ডের শোরুমের বিষয়। একটু রিজেন্যাবল প্রাইসে চাইলে, নিউমার্কেট, এলিফ্যান্ট রোডে বেশ কিছু নতুন ব্রান্ডের শোরুম রয়েছে। একই স্টাইলের জুতো সেখানে পাওয়া যাবে ১০০০ টাকা থেকে শুরু করে ৪ হাজার টাকার মধ্যে।
তবে, জুতো কেনার সময়, টেকসই ও মজবুত জুতা একটু পরখ করে নিতে হবে। অনেকেই আছেন, শুধু জামার সাথে ম্যচিং করে পড়ার জন্য জুতো কিনেন। সে ক্ষেত্রে ঠিক আছে। কিন্তু যদি টেকসই ও দীর্ঘদিন ব্যবহারের জন্য কিনেন। তাহলে একটু দেখে নিবেন।