খেলা

কেন বিশ্বকাপের দল থেকে বাদ পড়লেন তামিম!

তামিমকর বাদ দিয়েই বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এর কারণ হিসেবে, শতভাগ ফিট না হওয়ার বিষয়টি জানানো হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘আপনারা তো বিশ্বকাপের স্কোয়াড পেয়েছেন। তামিমের অনেকদিন ধরে ইনজুরি কনসার্ন। এটা নিয়ে লড়াই করছিল। প্রথম ম্যাচ খেলার পর অভিযোগ এসেছে চোট নিয়ে। ইনজুরি চিন্তা করে তামিমকে বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয়নি। টিম ম্যানেজম্যান্টের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। আলোচনা করে ঝুঁকি নেই। বিশ্বকাপ লম্বা টুর্নামেন্ট, এটা বিবেচনায় রাখা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ম্যানেজম্যান্টের সঙ্গে আলোচনা করেই স্কোয়াড তৈরি করা হয়েছে। তামিমের ক্ষেত্রেও একই ব্যাপার ঘটেছে। সার্বিকভাবে সবার সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। সবাই মিলে এই সিদ্ধান্ত নিয়েছি। মেডিকেল থেকে না জেনে সিদ্ধান্ত নেইনি।’

এর আগে সোমবার (২৫ সেপ্টেম্বর) নিজের ফিটনেস সম্পর্কে ইঙ্গিত দেন তামিম। ইনজুরি কাটিয়ে ফিরলেও এখনও শতভাগ ফিট হয়ে ওঠেননি বলে জানান তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button