আন্তর্জাতিক

‘নিজেকে শচীন, অমিতাভ বচ্চন মনে হচ্ছে’, ভারতের আতিথেয়তায় মুগ্ধ বরিস

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন দুই দিনের ভারত সফরে এখন দিল্লিতে অবস্থান করছেন। বৃহস্পতিবার গুজরাটের পর শুক্রবার দিল্লিত যান তিনি। তাকে স্বাগত জানালেন কেন্দ্রীয় মন্ত্রী  রাজীব চন্দ্রশেখরসহ আরও অনেকে। ।  ইতিমধ্যেই সেই মুহূর্তগুলির ছবি শেয়ার করে টুইট করেছেন রাজীব চন্দ্রশেখর। দেশের প্রধানমন্ত্রী মোদীর তরফ থেকেও ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। [ সূত্র : আনন্দ বাজার ]

সেই অভ্যর্থনা পেয়ে তিনি একেবারে আবেগে আপ্লুত। সেই আবেগ ধরে রাখতে না পেরে তিনি বলেই ফেলেছেন,ভারত সফরে এসে তাঁর যেন নিজেকে শচীন তেন্ডুলকর এবং অমিতাভ বচ্চন বলে মনে হতে থাকে৷ শুক্রবার নিজের মুখেই এ কথা বলে ফেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন৷ তাঁর কথায়, ‘ভারতে এসে নিজেকে শচীন তেন্ডুলকর এবং অমিতাভ বচ্চন মনে হচ্ছে৷ সব জায়গায় আমার হোর্ডিং দেখতে পাচ্ছি৷’ এ জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী৷

বেশ কয়েকবার ভারত সফর বাতিল হয়েছে বরিস জনসনের৷ অবশেষে আসা হল তাঁর৷ ২১ এপ্রিল দু’দিনের সফরে ভারতে আসেন ব্রিটিশ প্রধানমন্ত্রী৷ বৃহস্পতিবার সফরের প্রথম দিন তিনি গুজরাত যান৷ সেখানে রাজকীয় অর্ভ্যত্থনা পান৷ গুজরাতে সময় কাটিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী উড়ে যান দিল্লি৷ শুক্রবার তাঁকে রাষ্ট্রপতি ভবনে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘খাস দোস্ত’ সম্বোধন করে ধন্যবাদ জানান তিনি।

বরিস জনসন বলেন, ‘আমার মনে হয় না দুই দেশের সম্পর্ক আগে কখনও এত মজবুত এবং ভালো ছিল৷ ধন্যবাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ধন্যবাদ ভারতবাসীকে৷ প্রথমবার আপনার (নরেন্দ্র মোদি) রাজ্যে যাওয়ার সুযোগ পেলাম৷ অনেক দেশেই গিয়েছি৷ কিন্তু এমন চমৎকার অভ্যর্ত্থনা আগে কখনও পাইনি৷’

শুক্রবার তিনি ভারতের সঙ্গে কৌশলগত প্রতিরক্ষা, কূটনৈতিক ও অর্থনৈতিক অংশীদারিত্বের বিষয়ে গভীর আলোচনা করেন। লক্ষ্য ছিল ঘনিষ্ঠ অংশীদারিত্ব জোরদার করা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা সহযোগিতা বাড়ানো।

তিনি বলেন, গুজরাটের জনগণ আমাদের দারুণভাবে স্বাগত জানিয়েছে। এটা একেবারেই অসাধারণ। আমি এমন আনন্দদায়ক অভ্যর্থনা কখনও দেখিনি।

ব্রিটিশ প্রধানমন্ত্রী সকালে রাজ ঘাটে পুষ্পস্তবক অর্পণ করেন এবং মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

 

Related Articles

Leave a Reply

Back to top button