অর্থ বাণিজ্য

আইএমএফ-বিশ্বব্যাংকের কাছে ৫০ কোটি ডলার ঋণ চাইবে বাংলাদেশ

আসন্ন বাজেট সহায়তার জন্যে বাংলাদেশ আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বিশ্বব্যাংকের চলমান বসন্তকালীন সভায় ঋণ প্রস্তাব করবে। এ ঋণের পরিমান ৫০ কোটি ডলার হতে পারে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি সূত্রে এ তথ্য জানা গেছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আইএমএফ- বিশ্বব্যাংকের চলমান বসন্তকালীন বৈঠকে বাংলাদেশের একটি প্রতিনিধিদল যোগ দিয়েছে। ১৮ এপ্রিল থেকে শুরু হওয়া এ সভা চলবে ২৪ এপ্রিল পর্যন্ত।

বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সাধারণ সভা সাধারণত বছরে দুই বার এপ্রিল ও অক্টোবরে অনুষ্ঠিত হয়। কিন্তু করোনার কারণে গত দুই বছর এ সভা ভার্চুয়ালি আয়োজন করা হয়। এবার সরাসরি বৈঠক বসছে। প্রতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ সভায় উপস্থিত থাকলেও, এবার শারীরিক অসুস্থতার কারণে বসন্তকালীন এই বৈঠকে যোগদান করেননি তিনি।

বাংলাদেশ ব্যাংক গভর্নর ফজলে কবিরের নেতৃত্বে আট সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল সভায় অংশ নিয়েছেন।

ইআরডি ও অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ  সভায় এবার বাজেট সহায়তার কাজে ব্যয়ের জন্য  ৫০ কোটি ডলার ঋণ চাইবে বাংলাদেশ। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৪ হাজার ৫০০ কোটি টাকা। এছাড়া অর্থনীতি পুনরুদ্ধারে সরকারের নানামুখী পদক্ষেপ ও অর্থনৈতিক অগ্রগতি তুলে ধরা হবে।

ইআরডি সূত্র বলছে, আইডিএ-২০ প্যাকেজ থেকে বাংলাদেশকে ঋণ দেবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। কিন্তু কত দেবে সে বিষয়ে এখনও কিছু বলেনি সংস্থাটি।

এই তহবিল থেকে ঋণ যাতে দ্রুত অনুমোদন দেয়া হয়, সে বিষয়ে বসন্তকালীন বৈঠকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দাবি জানানো হবে।

 

 

Related Articles

Leave a Reply

Back to top button