ফিচারশিশু-কিশোরশুক্রবারের বিশেষ

বিশ্ব নিউমোনিয়া দিবস আজ

দেশে পাঁচ বছরের কম বয়সী শিশুমৃত্যুর প্রধান কারণ নিউমোনিয়া

বিশ্ব নিউমোনিয়া দিবস আজ (১২ নভেম্বর)। বাংলাদেশসহ সারা বিশ্বেই নিউমোনিয়াকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হয়।

নিউমোনিয়া প্রতিরোধে বিশ্বব্যাপী কাজ করছে স্টপ নিউমোনিয়া। সংস্থাটি জানায়, প্রাপ্তবয়স্ক ও শিশুমৃত্যুর একক বৃহত্তম কারণ নিউমোনিয়া। ২০১৯ সালে ৬ লাখ ৭২ হাজার শিশুসহ নিউমোনিয়ায় ২৫ লাখ মানুষ মারা গেছে। ২০২০ সালে করোনার কারণে আরও মৃত্যু যোগ হয়ে এ সংখ্যা দাঁড়ায় ৪০ লাখের বেশি।

বাংলাদেশে নিউমোনিয়ায় শিশু মৃত্যুর হার :

স্টপ নিউমোনিয়ার ২০১৭ সালের তথ্য অনুযায়ী বলছে, বাংলাদেশে নিউমোনিয়ায় মারা যাওয়া শিশুদের ৪৬ শতাংশ অপুষ্টির শিকার হয়। এছাড়া ৩০ শতাংশ গৃহস্থালির জ্বালানির দূষণ ও ২৬ শতাংশ অপরিণত বয়সে জন্ম নেওয়া শিশু ছিল। আর ২০১৮ সালে ১৩ শতাংশ শিশুর মৃত্যু হয় নিউমোনিয়ায়। ২০০০ সাল থেকে ২০১৮ সালের মধ্যে নিউমোনিয়ায় মৃত্যুর হার হ্রাসের গড় বার্ষিক হার ৮ শতাংশ।

দেশে পাঁচ বছরের কম বয়সী শিশুমৃত্যুর প্রধান কারণ নিউমোনিয়া : 

দেশে বছরে পাঁচ বছরের কম বয়সী ২৪ হাজার শিশু নিউমোনিয়ায় মারা যায়। এদের ১৩ শতাংশের মৃত্যু ঘটে প্রয়োজনের সময় অক্সিজেন-স্বল্পতার কারণে। হাসপাতালে ৪৫ শতাংশ শিশু মৃত্যুর কারণ এই রোগ।বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরে এক গোলটেবিল বৈঠকে নিউমোনিয়ায় শিশু মৃত্যুর এই তথ্য জানান বিশেষজ্ঞরা। স্বাস্থ্য অধিদপ্তর, ইউনিসেফ ও সেভ দ্য চিলড্রেন যৌথভাবে এই বৈঠকের আয়োজন করে। অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের শীর্ষস্থানীয় কর্মকর্তা, শিশুরোগ বিশেষজ্ঞ, জনস্বাস্থ্যবিদ, ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি, আন্তর্জাতিক বেসরকারি প্রতিষ্ঠান সেভ দ্য চিলড্রেনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে দেশের নিউমোনিয়া পরিস্থিতি ও সরকার কী করছে তা উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মাতৃ, নবজাতক ও শিশুস্বাস্থ্য কর্মসূচির ব্যবস্থাপক ডা. মুহাম্মদ শরিফুল ইসলাম। তিনি বলেন, দেশে পাঁচ বছরের কম বয়সী শিশুমৃত্যুর প্রধান কারণ নিউমোনিয়া। দেশে নিউমোনিয়া চিকিৎসায় অন্যতম সমস্যা হচ্ছে, শুরুতেই রোগটি শনাক্ত হয় না।

নিউমোনিয়ার কারণ

বিশেষজ্ঞরা জানান নিউমোনিয়ার প্রধান কারণ হল ব্যাকটেরিয়া বা ভাইরাস। এই ব্যাকটেরিয়া নাক ও মুখ দিয়ে শ্বাসনালীর মাধ্যমে ফুসফুসে যায়। যদি শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা শক্তিশালী হয়, তখন এই ব্যাকটেরিয়া শরীরে কোনও প্রভাব ফেলতে পারে না। কিন্তু যদি রোগ প্রতিরোধের ক্ষমতা দুর্বল, তখন এই ব্যাকটেরিয়া আঁকড়ে ধরে শরীরকে। তখন এই ব্যাকটেরিয়াগুলি একটি বা দুটি ফুসফুসের ওপরই প্রভাব ফেলে।

নিউমোনিয়ার উপসর্গগুলি :

  • মাত্রাতিরিক্ত জ্বর
  • বুকে ব্যাথা
  • বমি বমি ভাব বা বমি হওয়া
  • ডায়রিয়া
  • শ্বাস নিতে অসুবিধা হওয়া
  • ক্লান্তি এবং দুর্বলতা
  • কফ ও কাশি হওয়া।

বিশ্ব নিউমোনিয়া দিবস

শিশু ও বৃদ্ধদের নিউমোনিয়ার ঝুঁকি বেশি:

যদিও যে কোনো বয়সের মানুষ-ই নিউমোনিয়ার ভাইরাসে আক্রান্ত হয়ে থাকে। তবে ৬০ বছরের বেশি বয়সের মানুষ এবং ২ বছরের কম বয়সের শিশুরা এই রোগে আক্রান্ত হয় বেশি। এছাড়াও যাদের মধ্যে রোগ প্রতিরোধের ক্ষমতা দুর্বল, যাদের শ্বাসযন্ত্র বা হৃদরোগের সমস্যা রয়েছে, কিংবা যাদের কোনও অস্ত্রোপচার করা হয়েছে, কেমোথেরাপি চলছে, এইডসের সমস্যা রয়েছে, তাদের মধ্যেই এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি।

নিউমোনিয়া প্রতিরোধ স্বাস্থ্যবিধি :

নিউমোনিয়া প্রতিরোধে কিছু স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি। এগুলো হচ্ছে-

  • পরিচ্ছন্নতা বজায় রাখা,
  • নিয়মিত হাত ধোয়া,
  • কাশি ও হাঁচি হলে রুমাল ব্যবহার করা,
  • চিকিৎসকের পরামর্শ নিয়ে শিশুকে ভিটামিন-এ খাওয়ানো,
  • বাড়ির পরিবেশ পরিচ্ছন্ন রাখা,
  • ঘরোয়া বায়ুদূষণ কমানো,
  • বিশুদ্ধ পানীয় জল,
  • শৌচালয়ের সু-ব্যবস্থা,
  • মাস্কের ব্যবহার,
  • নিয়মিত যোগব্যায়াম ও শরীরচর্চা করা,
  • সামাজিক দূরত্ব বজায় রাখা,
  • ভিড় থেকে ছোটদের দূরে রাখা,
  • অসুস্থদের সংস্পর্শ এড়িয়ে চলা।

শিশু বিশেষজ্ঞ ডা: শাহনাজ ইসলামী

শিশু রোগ বিশেষজ্ঞ ডা: শাহনাজ ইসলামী জানান, অতিরিক্ত জ্বর, ঠান্ডা, শ্বাস কষ্ট ও বুকে ব্যথা হলে ডাক্তারের শরনাপন্ন হতে হবে। বিভিন্ন পরীক্ষার মাধ্যমে রোগির পরিস্থিতি দেকে ডাক্তারই অষুধ দিবে । এবং পরামর্শ দিবে। সাধারনত নিউমোনিয়া এবং ফ্লু প্রতিরোধের জন্য বেশ কিছু ভ্যাকসিন আছে, সেগুলি গ্রহণ করে এই রোগের ঝুঁকি এড়ানো যায়। তবে তা ডাক্তারের পরামর্শেিই গ্রহণ করতে হবে। এছাড়াও, ধূমপান মুক্ত থাকাটা জরুরী।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button