শাহবাজকে শুভেচ্ছা জানালেন মোদী-এরদোয়ান
পাকিস্তানের নবনির্বাচিত ২৩তম প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান।
পিটিআই চেয়ারম্যান ইমরান খান পার্লামেন্টে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীর পদ হারানোর পরদিন গতকাল সোমবার ১৭৪ ভোট পেয়ে বিরোধীদলীয় প্রার্থী শাহবাজ শরিফ প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে নরেন্দ্র মোদী টুইটে বলেন, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় মিয়া মুহাম্মদ শাহবাজকে শুভেচ্ছা। ভারতের চাওয়া হচ্ছে, এ অঞ্চল যেন শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সন্ত্রাসমুক্ত থাকে। আমরা যাতে জনগণের জীবনমান উন্নয়নে মনযোগ ধরে রাখতে পারি।’
অন্যদিকে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ ফোনে শাহবাজকে অভিনন্দন জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় তিনি বলেছেন, শাহবাজ প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তিনি ‘খুবই খুশি’ হয়েছেন।
প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর পার্লামেন্টে দেওয়া ভাষণে শাহবাজ শরীফ বলেন, ‘আমরা ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই। তবে কাশ্মীর সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত স্থায়ী শান্তি সম্ভব নয়।’