আন্তর্জাতিক

ফিলিপাইনে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের তাণ্ডবে নিহত ২৪

হঠাৎ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় মেগির আঘাতে ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় লেইতে প্রদেশে এ পর্যন্ত ২৪ জনের প্রাণহানি ঘটেছে। [ খবর : এএফপি ]

দেশটির হাজার হাজার মানুষ জরুরি আশ্রয় কেন্দ্রে জায়গা নিয়েছে। ভারী বর্ষণে ভূমিধস এবং বন্যায় এ পর্যন্ত ২৪ জনের প্রাণহানি ঘটেছে। দেশটির দক্ষিণ ও মধ্যাঞ্চলে আরও অনেক বাড়িঘর, রাস্তাঘাট এবং অন্যান্য স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফিলিপাইনীয় জাতীয় দুর্যোগ সংস্থা জানিয়েছে, হঠাৎ রোববার ঝড়ের প্রভাবে ভারী বর্ষণ শুরু হয়। যার ফলে সৃষ্ট বন্যায় অনেক বাড়িঘর, আবাদি জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া কিছু কিছু এলাকায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন ও হাজার হাজার মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন। এই প্রদেশের চারটি গ্রামে ভূমিধসে অন্তত ২১ জনের প্রাণ গেছে বলে বেবে নগরীর দুর্যোগ কর্মকর্তা রাইসে অসতেরো বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন। এছাড়া দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের লেইতে এলাকায় আরও তিনজন নিহত হয়েছেন।

মধ্যাঞ্চলীয় লেইতে প্রদেশের স্থানীয় বাসিন্দারা ভিটাংকোল এএফপিকে বলেছেন, গতকাল তুমুল বৃষ্টি হয়েছে। ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে টানা বর্ষণ হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button