বলিউড অভিনেতা ও চিত্রনাট্যকার শিব কুমার আর নেই
চলে গেলেন বলিউড অন্যতম অভিনেতা ও চিত্রনাট্যকার শিব কুমার সুব্রহ্মণ্যম। খবর: : পিংকভিলা, হিন্দুন্তান টাইমস।
রোববার (১০ এপ্রিল) দিবাগত রাতে মুম্বাইয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
বলিউড নির্মাতা হংসল মেহতা সামাজিক যোগাযোগমাধ্যমে টুইট করে জানান, শিব আমাদের মাঝে আর নেই। সোমবার (১১ এপ্রিল) মুম্বাইয়ের মোক্ষধাম শ্মশানে শিব কুমারের শেষকৃত্য সম্পন্ন হবে।
ভারতীয় একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ‘গত তিন দশক ধরে হিন্দি সিনেমা ও টেলিভিশন দুনিয়াকে সমৃদ্ধ করেছেন শিব কুমার সুব্রহ্মণ্যম। তবে ঠিক কী কারণে মৃত্যু হয়েছে, তা প্রকাশ করা হয়নি।
প্রসঙ্গত, ১৯৮৯ সালে বিধু বিনোদ চোপড়ার ‘পরিন্দা’ সিনমোর মাধ্যমে বলিউডে পা রাখেন শিব কুমার। অনিল কাপুর, জ্যাকি শ্রফ, মাধুরী, নানা পাটেকর অভিনীত এই সিনেমার চিত্রনাট্য রচনা করেন তিনি।
‘টু স্টেট’ সিনেমায় আলিয়া ভাটের বাবার ভূমিকায় শিব কুমারের অভিনয় দর্শকের নজর কেড়েছিল। রানি মুখার্জির ‘হিচকি’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। ছোট পর্দায় ‘মুক্তি বন্ধন’ সিরিয়ালে তার দাপুটে অভিনয় এখনো মনে রেখেছেন দর্শক।
‘পরিন্দা’ ছাড়াও ‘ ছাড়াও লিখেছেন ‘১৯৪২: অ্যা লাভ স্টোরি’, ‘ইস রাত কি সুবাহ নাহি’, ‘অর্জুন পণ্ডিত’, ‘চামেলি’, ‘হাজারো খোয়াইশে অ্যায়সি’ এবং ‘তিন পাত্তি’র চিত্রনাট্য। ‘হাজারো খোয়াইশে অ্যায়সি’ ছবির জন্য ‘সেরা গল্প’ এবং ‘পারিন্দা’ ছবির জন্য ‘সেরা চিত্রনাট্যকার’ হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন প্রয়াত এই শিল্পী শিব কুমার সুব্রহ্মণ্যম।