জাতীয়

বিটিআরসির ৫জি নিলামে সাড়ে ১০ হাজার কোটি টাকার তরঙ্গ বিক্রি

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি), মাত্র ৩০ মিনিটেই ৪ মোবাইল ফোন অপারেটরের কাছে সাড়ে ১০ হাজার কোটি টাকারও বেশি তরঙ্গ বিক্রি করেছে।

বৃহস্পতিবার বেলা ১১টা ৩০ মিনিটে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হয় বিটিআরসির ফাইভজি সেবার তরঙ্গ নিলাম। টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, বিটিআরসির চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সেক্টরের সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে অংশ নিয়েছেন।

প্রথম রাউন্ডে ১০ হাজার ৬৪১ কোটি টাকার তরঙ্গ কিনেছে ৪ মোবাইল অপারেটর। বিটিআরসির আয়োজিত নিলামে টেলিটক, গ্রামীণফোন, রবি এবং বাংলালিংক অংশ নেয়।

গ্রামীণফোন ও রবি, অনুষ্ঠানে সবচেয়ে বেশি তরঙ্গ কিনেছে। অপারেটর দুটি ৬০ মেগাহার্টজ করে তরঙ্গ কেনে। বাংলালিংক ও টেলিটক যথাক্রমে ৪০ এবং ৩০ মেগাহার্টজ তরঙ্গ কেনে।

তরঙ্গ বিক্রি করে সরকারের আয় হলো ১০ হাজার ৬৪৬ কোটি টাকা। এই তরঙ্গ দিয়ে ফাইভ-জি ছাড়াও থ্রিজি এবং ফোরজি নেটওয়ার্কে সেবা দেওয়া যাবে।

আর তরঙ্গ নিলাম বাকি আছে মাত্র ৩০ মেগাহার্টজ।

নিলাম অনুষ্ঠান শেষে সাংবাদিক সম্মেলনে বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার অপারেটরদের মানসম্মত সেবাদানের আহ্বান জানান।

তিনি বলেন, এখন আর অপারেটরদের তরঙ্গের কোনও ঘাটতি থাকবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button