বিনোদনসাহিত্য ও বিনোদন

গায়ক আকবর আইসিইউতে

আইসিইউতে ভর্তি গায়ক আকবর।

আকবরের মেয়ে অথৈ গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন।

অথৈ জানান, ‘গতকাল (৩০ মার্চ) সকাল ৮টায় আব্বুকে ওটিতে নেওয়া হয়। বেশ লম্বা সময় ধরে অস্ত্রোপচার চলে। আলহামদুলিল্লাহ, সফলভাবে আব্বুর অপারেশন সম্পন্ন হয়েছে। বর্তমানে আব্বু আইসিইউতে আছে। সবাই আব্বুর জন্য দোয়া করবেন।’

এর আগে, হঠাৎ করেই কিডনির অসুখে আক্রান্ত হন আকবর। দেখা দেয় ডায়াবেটিসও। অনেক বছর ধরেই দুরবস্থা চলছে তার।

কিছুদিন আগে আকবরের স্ত্রী কানিজ ফাতেমা জানান, ‘ছয় মাস আগে গ্রামের বাড়ি যশোরে সাইকেল থেকে পড়ে গিয়ে পা ভেঙে যায় আকবরের। তারপর থেকে হাঁটাচলা করতে করতে পারে না। সে জন্য তার অপারেশন করাতে হচ্ছে। তার অবস্থা আশঙ্কাজনক।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আকবরের চিকিৎসার খরচ আজীবনের জন্য মওকুফ করে দিয়েছেন। এই হাসপাতালেই তার চিকিৎসা চলছে।

প্রসঙ্গত, ১৮ বছর আগে ‘তোমার হাত পাখার বাতাসে’ গানটি গেয়ে ইত্যাদির মাধ্যমে রাতারাতি পরিচিতি পেয়ে যান শিল্পী আকবর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button