শ্রদ্ধার চার বছরের ধরে চলা প্রেমে ভাঙন
দীর্ঘ চার বছর ধরে জনপ্রিয় ফটোগ্রাফার রোহান শ্রেষ্ঠার সঙ্গে চলা বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের প্রেমের সম্পর্কে ভাঙ্গন।
শ্রদ্ধা কাপুর চার বছর ধরে ফটোগ্রাফার রোহান শ্রেষ্ঠার সঙ্গে তার প্রেমের সম্পর্ক চলছে। যদিও এই চার বছরে তাদের প্রেম নিয়ে কেউ কোনো কিছু পরিষ্কার করে বলেননি।
তাদের এই প্রেম নিয়ে দুই পরিবারের কোনো আপত্তি ছিল না।
এ সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কেউ মুখ খোলেননি। তবে একাধিকবার একসঙ্গে দেখা গেছে শ্রদ্ধা-রোহানকে। কখনও ডিনার ডেটে, আবার কখনও ফ্যামিলি গেট টুগেদারে পাপ্পারাৎজির নজর কেড়েছেন অভিনেত্রী এবং তারকা ফটোগ্রাফার।
কিন্তু এবার গুঞ্জন উঠেছে তাদের এই প্রেম শেষ পর্যন্ত ভেঙে গেছে।
ভারতীয় সংবাদমাধ্যমে খবর, এ বছরের জানুয়ারি মাস থেকে তাদের পথ চলা ভিন্ন পথে।
এই গুঞ্জন আরও বেশি ছড়িয়েছে দিন কয়েক আগে রোহানের জন্মদিন ছিল। কিন্তু সেই পার্টিতে যাননি শ্রদ্ধা। এমনকি তাকে বেশ কিছুদিন ধরে রোহানের সঙ্গে দেখা যাচ্ছে না শ্রদ্ধা। আর এ জন্যই তাদের ভক্তরা গুঞ্জন উঠিয়ে যে তাদের প্রেমের সম্পর্কে ফাটল ধরেছে।
প্রেমের মতো বিচ্ছেদের বিষয়েও প্রকাশ্যে মুখ খোলেননি শ্রদ্ধা কিংবা রোহান কেউই। গতকাল রাতে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে জল্পনা আরও বাড়িয়েছেন শ্রদ্ধা।
ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘অর সুনাও?’ অর্থাৎ ‘কিছু বলো এবার।’এরপর বেগুনি রংয়ের একটি হার্ট ইমোজিও দিয়েছেন তিনি। সূত্র: ইন্ডিয়া টিভি।