অন্যান্য খবরখবর

বাংলাদেশের স্বাধীনতা দিবসে গুগলের ডুডল

বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশেষ ডুডল করেছে গুগল।

হোম পেজে বিশেষ ডুডলের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছে তারা।

গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে গুগলের হোমপেজে এই বিশেষ ডুডল ফেলা যাচ্ছে। ডুডলটিতে রয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা। ডুডলে কার্সর রাখলে দেখায়, ‘বাংলাদেশ ইনডিপেনডেন্টস ডে ২০২২ ’।

ডুডলের ওপর ক্লিক করলে বাংলাদেশের স্বাধীনতা দিবস-সম্পর্কিত সার্চ পেজে ইউজারদের নিয়ে যাচ্ছে গুগল।

উল্লেখ্য, বিশেষ কোনো দিন বা বিশেষ কোনো ব্যক্তির জন্য সার্চ বক্সের ওপরে নিজেদের লোগো বদলে বিশেষ দিনটির সঙ্গে মানানসই নকশার যে লোগো তৈরি করে গুগল, তা-ই ডুডল।

২০১৩ সালে গুগল কর্তৃপক্ষ প্রথমবার স্বাধীনতা দিবসের ডুডল প্রদর্শন করেছিল।

Related Articles

Leave a Reply

Back to top button