টিপু-প্রীতি খুনের রহস্য দ্রুতই উন্মোচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু (৫০) ও কলেজ শিক্ষার্থী মিয়া আফনান প্রীতি (২২) হত্যাকাণ্ডের রহস্য দ্রুতই উন্মোচন হবে।
শনিবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে শহীদ পুলিশদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ সময় পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ, ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম, র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুনসহ বিভিন্ন বাহিনীর বিভিন্ন পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, এ হত্যাকাণ্ড রাজনৈতিক কিনা তা এখনই বলা ঠিক হবে না। হত্যাকাণ্ডটির রহস্য ‘অল্প সময়ের মধ্যে’ উন্মোচন করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ঘটনা যারা ঘটিয়েছে তাদের গ্রেফতারে পুলিশ, র্যাব; দুই বাহিনীই তৎপর রয়েছে। সেই সঙ্গে তারা এ হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত করছেন, অনুসন্ধান করছেন।
জানান, খুব শিগগিরই এ হত্যার রহস্য উদঘাটন করতে পারবো।