খেলা

ফিফা ফ্রেন্ডলি ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা বাফুফের

ফিফা মার্চ উইন্ডোর দুটি প্রীতি ম্যাচ সামনে রেখে ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাফুফে।

জাতীয় দলে প্রথমবার ডাক পেয়েছেন দুই তরুণ ফুটবলার সাইফ স্পোর্টিংয়ের মিরাজ হোসেন অপি আর পুলিশ এফসির ফয়সাল।

নতুন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা দলে যোগ দেয়ার পরপরই কাজে নামেন। ক্লাবগুলোর অনুশীলন আর ভেন্যুতে ভেন্যুতে ঘুরে পরখ করেন ফুটবলার।

মার্চ ফিফা উইন্ডোতে বাংলাদেশ খেলবে দুই ম্যাচ। দলে দুই নতুন মুখ থাকলেও প্রাধান্য দেয়া হয়েছে পুরোনোদেরই। বিষয়টি পর্যবেক্ষণ করেছেন জাতীয় দলের সবশেষ কোচ মারিও লেমোস।

তিনি বলেন, প্রত্যেক কোচেরই একটা নিজস্ব দর্শন থাকে। ক্যাবরেরা হয়তো তারটা প্রয়োগ করছে। সে মাঠে মাঠে ঘুড়ে খেলোয়াড় বাছাই করেছে। ক্যাবরেরা প্রথম কোন জাতীয় দলের দায়িত্বে। তাই হয়তো ঝুকি নিতে চায়নি।

ক্যাবরেরার স্কোয়ার্ডে জায়গা পেয়েছেন বসুন্ধরা কিংসের ১১ জন, ঢাকা আবাহনীর ৪জন, সাইফ স্পোর্টিংয়ের ৩ জন, শেখ জামালের ২ জন, শেখ রাসেল, মোহামেডান আর পুলিশের একজন করে ফুটবলার। অনেকটা লেমোসের সাজানো দল।

মঙ্গোলিয়ার বিপক্ষে এ দুটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে, আগামী ২৪ মার্চ মালদ্বীপ ও ২৯ মার্চ। ‎

Related Articles

Leave a Reply

Back to top button