১৫ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠানে পুরোদমে ক্লাস: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছেন, আগামী ১৫ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠানে পুরোদমে ক্লাস শুরু হবে।
আজ শনিবার ১২ মার্চ, রাজধানীর শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়ের ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির কারণে আমরা এতদিন ক্লাস শুরু করতে পারিনি। এখন পরিস্থতি স্বাভাবিক হয়েছে। শিক্ষার্থীদেরও টিকার আওতায় আনা হয়েছে। এ অবস্থায় আগামী ১৫ মার্চ থেকে স্বাভাবিক নিয়মে ক্লাস শুরু করা হবে।
তিনি বলেন, শিগগিরই আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত নোটিশ দিয়ে করণীয় সম্পর্কে বিস্তারিত জানানো হবে।
মন্ত্রী আরও বলেন, মাধ্যমিকে সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পাঠদান হবে এবং এ সিলেবাসের আলোকে বার্ষিক মূল্যায়ন পরীক্ষা হবে।
তিনি বলেন, আমরা চাই না শিক্ষার্থীরা কোনো চাপে থাকুক। তাদের পাঠ মনোযোগের সাথে হওয়া ও আনন্দদায়ক হওয়ার জন্য আমরা কাজ করা হচ্ছে বলেও জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।