দিনব্যাপী বর্ণিল আয়োজনে দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ‘এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ’।
শুক্রবার রাজধানীর রূপনগরের প্রিয়াংকা শুটিং জোনে এ আয়োজনে সংগঠনের সারা দেশ ও দেশের বাইরের সদস্যরা যোগ দেন।
কর্মসূচী উদ্বোধন করেন দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব কমিটির চেয়ারম্যান ঢাকা-১৬’র সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহ। বক্তৃতা করেন, উৎসব আহ্বায়ক ও গ্রুপের প্রতিষ্ঠাতা অ্যাডমিন আশরাফুল হক সোহেল এবং সদস্য সচিব ও গ্রুপ সিইও মুহাম্মাদ শহীদুল্লাহ্ সিদ্দিকী।
বিভাগীয় প্রধান ও বিভিন্ন ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্তরা আলোচনায় অংশ নেন।
১৯৮৬ সালে সারা দেশ থেকে এসএসসি পাস করা ব্যক্তিদের প্ল্যাটফর্ম এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ এর সদস্য সংখ্যা এরই মধ্যে ১৪ হাজার ছাড়িয়েছে।
সংগঠনের চলমান অনলাইন ও সামাজিক কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে অসহায়দের সহযোগিতায় মানবিকতায় ’৮৬, গানের প্ল্যাটফর্ম সুরের ছোঁয়ায় ’৮৬, কবিতা পাঠ ও আবৃত্তির কর্মসূচি কবি ও কবিতায় ’৮৬, স্বাস্থ্যসেবা কর্মসূচী ডক্টরস ভয়েস, ব্রডকাস্টিং টিম, গ্রুপ রিলেশন ম্যানেজমেন্ট টিম, শুভেচ্ছা টিম, ম্যাসেঞ্জার সমন্বয় পরিষদ ও দেশজুড়ে ’৮৬সহ নানা কর্মসূচী।
শিগগিরই প্রকাশ পেতে যাচ্ছে ত্রৈমাসিক পত্রিকা সতীর্থ।