বিনোদন

শিল্পী সমিতির চেয়ারে বসলেন জায়েদ খান

অবশেষে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমতির সাধারণ সম্পাদকের চেয়ার বসলেন জায়েদ খান।

বুধবার সন্ধায় এফডিসির বাগান প্রাঙ্গনে সংবাদ সম্মেলন করেন জায়েদ খান।

তিনি বলেন, ‘সত্যের জয় হয়েছে। আদালতের রায় অনুযায়ী আজ থেকে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতে আর কোন বাধা নেই।

সংবাদ সম্মেলন শেষে গনমাধ্যমকর্মীদের সঙ্গে নিয়েই শিল্পী সমিতির অফিসে যান এবং সাধারণ সম্পাদকের চেয়ারে বসেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলনে চিত্রনায়িকা সুচরিতা, অরুনা বিশ্বাস, জয় চৌধুরী ও হাসান জাহাঙ্গীর।

এর অগে, চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে নিপুণ আক্তারকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণাকে অবৈধ বলে রায় দিন হাইকোর্ট। সেই সঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খান থাকবেন বলে রায় দেন হাইকোর্ট।

এর ফলে এখন থেকে জায়েদ খান সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।

Related Articles

Leave a Reply

Back to top button