রাশিয়ার হামলার ইউক্রেনে ভারতীয় ছাত্র নিহত
ইউক্রেনের খারকিভে রাশিয়ার চালানো বোমা হামলায় এক ভারতীয় শিক্ষার্থী নিহত হয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি। কর্ণাটকের ওই ছাত্রের নাম নবীন শেখারাপ্পা জ্ঞানগাউদর।
অরিন্দম টুইটারে এ ব্যাপারে বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি খারকিভে মঙ্গলবার সকালে রাশিয়ার করা বোমা হামলায় একজন ভারতীয় শিক্ষার্থী নিহত হয়েছেন। মন্ত্রণালয় তার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে। আমরা তাদের প্রতি গভীর শোক প্রকাশ করছি।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, খারকেভে বোমার আঘাতে ওই ছাত্রের মৃত্যু হয়েছে। এ বিষয়ে ইউক্রেন এবং রাশিয়ার দুই রাষ্ট্রদূতকে মঙ্গলবার বিকেলে ডেকে পাঠিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব। ভারতীয় ছাত্রদের ইউক্রেন থেকে দ্রুত যাতে বার করা যায়, সে বিষয়ে তাদের সঙ্গে আলোচনা হবে বলে জানানো হয়েছে।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রায় ১৬ হাজার ভারতীয় আটকে আছে ইউক্রেনে। যুদ্ধ লেগে যাওয়ার পর দেশটি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন তারা।
ইতিমধ্যে তাদের উদ্ধার করতে রোমানিয়ায় বিমান পাঠিয়েছে ভারত।