করোনাজাতীয়

রাজধানীতে ৯৮ ভাগই ওমিক্রনে আক্রান্ত, ২ শতাংশ ডেল্টায় : আইসিডিডিআরবি

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) তথ্য অনুযায়ী , রাজধানীতে করোনা রোগীদের মধ্যে ৯৮ শতাংশ ওমিক্রনে আক্রান্ত। এর বিপরীতে মাত্র ২ শতাংশ রোগী ডেল্টা ভেরিয়েন্টে আক্রান্ত।

রবিবার বিকালে আইসিসিডিডিআরবির ওয়েবসাইটে এই তথ্য দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, গত ২৯ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিষ্ঠানটির ভাইরোলজি ল্যাবে রাজধানীর ৪৮ জন করোনা রোগীর নমুনা পরীক্ষার পর তারা এই ফলাফল পেয়েছে।

আইসিডিডিআর’বি আরও জানিয়েছে, ৪৮টি নমুনার মধ্যে ৪৭টি নমুনাতেই ওমিক্রনের অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে। বাকি একজনের নমুনায় পাওয়া গেছে ডেল্টা ভেরিয়েন্ট, শতকরা হিসেবে যা ২ শতাংশ।

সংস্থাটির তথ্যমতে, করোনা রোগীদের মধ্যে ওমিক্রনের বিএ.২ উপধরনে আক্রান্ত হয়েছেন ৮৩ ভাগ রোগী, বাকি ১৭ ভাগ রোগী বিএ.১ উপধরনে আক্রান্ত।

গত বছরের ৯ ডিসেম্বর জিম্বাবুয়ে ফেরত নারী ক্রিকেট দলের দুই সদস্যের শরীরে করোনার আফ্রিকান ধরন ওমিক্রন শনাক্ত হয়। এরপর ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে ওমিক্রনের বিস্তার শুরু হয়। গত জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। এক পর্যায়ে ১২ দিনে দেশে করোনা রোগীর সংখ্যা এক লাখ বৃদ্ধি পায়।

আইসিসিডিডিআরবির তথ্যমতে করোনায় আক্রান্ত ও মৃত্যু দুটোই অনেকটা কমে আসছে বাংলাদেশে।

Related Articles

Leave a Reply

Back to top button