সাধ্যের মধ্যে নতুন স্মার্টফোন আনছে ভিভো
তরুণদের জন্য সাধ ও সাধ্যের সমন্বয়ে নতুন স্মার্টফোন আনছে ভিভো। ভিভো ওয়াই২১টি স্মার্টফোনটি এর আগে দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে সাড়া জাগিয়েছে। এরই ধারাবাহিকতায় ভিভো ওয়াই২১টি আসছে এদেশের স্মার্টফোন বাজারেও।
স্মার্টফোনটিতে থাকবে স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর এবং ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি। একই সঙ্গে থাকবে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি।
প্রিমিয়াম ডিজাইনের পাশাপাশি, অধিক ক্ষমতাসম্পন্ন ব্যাটারি ও বাজেটের মধ্যে দাম থাকায় ভিভোর ওয়াই সিরিজ জনপ্রিয়। এর আগে দেশে জনপ্রিয় হয়েছিলো এই সিরিজের আরেক স্মার্টফোন ওয়াই২১।
বাজেট প্রাইসের মধ্যে অধিক ক্ষমতাসম্পন্ন ব্যাটারি ও বিশেষ করে চার্জিং প্রযুক্তির জন্য দেশে তাঁক লাগিয়েছিলো ভিভো ওয়াই২১। আশা করা হচ্ছে, ওয়াই২১ এর জনপ্রিয়তাকে ছাপিয়ে আরো এক ধাপ এগিয়ে যাবে ওয়াই২১টি।
জানা গেছে, ভিভো ওয়াই২১টি স্মার্টফোনটিতে ৫০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরাসহ ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে। এ ছাড়া ক্যামেরায় থাকবে ভিভোর কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন নাইট মোডসহ আরও বেশ কিছু মোড ও ফিল্টারস। র্যাম ও রম হিসেবে থাকবে ৪ গিগাবাইট ও ১২৮ গিগাবাইট। ভিভোর লেটেস্ট অপারেটিং সিস্টেম ফানটাচ ১২ দ্বারা পরিচালিত হবে স্মার্টফোনটি।