জাতীয়

শেখ হাসিনার পরামর্শে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টে তামান্নার আবেদন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে এক পায়ে লিখে জেএসসি ও এসএসসির পর এইচএসসিতেও জিপিএ-৫ পাওয়া তামান্না আক্তার নূরা বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টে আবেদন করেছেন।

ঝিকরগাছা উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) নাজিব হাসান, আজ বুধবার সকাল ৯টার দিকে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় তামান্নার বাড়িতে গিয়ে এই আবেদনটি গ্রহণ করেন।

এ বিষয়ে তামান্না নূরা গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী আমাকে বলেছিলেন তিনি সবসময় আমার পাশে আছেন। তার পরামর্শে আমি বঙ্গবন্ধু ট্রাস্টে আবেদন করেছি। স্বপ্নপূরণে পাশে থাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা জানায় তামান্না নূরা।

গত ২৪ জানুয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করাসহ দুটি স্বপ্নের কথা জানিয়ে চিঠি লিখেছিলেন তামান্না।

সেই চিঠির পরিপ্রেক্ষিতে সোমবার বিকেলে ও সন্ধ্যায় দুটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে তামান্নাকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনা। একই সঙ্গে বঙ্গবন্ধুর দুই কন্যা তামান্নার স্বপ্ন পূরণে যেকোনো সহযোগিতার আশ্বাস দেন।

বঙ্গবন্ধুর দুই কন্যার সঙ্গে কথা বলতে পেরে দারুণ খুশি তামান্না।

যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া আলীপুরের রওশন আলী ও খাদিজা পারভীন শিল্পী দম্পতির তিন সন্তানের মধ্যে বড় তামান্না নূরা।

Related Articles

Leave a Reply

Back to top button