জাতীয়

শনিবার আবারও বৈঠকে বসছে সার্চ কমিটি

সার্চ কমিটি আগামী শনিবার বেলা ১১টায় আবারও বৈঠকে বসবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সংস্কার ও সমন্বয় শাখার সচিব সামসুল আরেফিন।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের জাজেস অডিটোরিয়ামে কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

এ সময় নতুন নির্বাচন কমিশনার বাছাইয়ের অংশ হিসেবে রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটির ‘অনুসন্ধান’ অব্যাহত আছে জানিয়ে তিনি বলেন, ‘আজকে অনুসন্ধান কমিটি বসেছিলেন। তাদের অনুসন্ধান অব্যাহত আছে এবং আগামী শনিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় আবার বসবেন।

বলেন, আইনানুগভাবে যে যোগ্যতার কথা উল্লেখ আছে, সে অনুযায়ীই বাছাই প্রক্রিয়ার সংখ্যা বা মানদণ্ড নির্ভর করছে।

এছাড়া আজ বৈঠকে কোনো বিষয়ে সিদ্ধান্ত হয়নি বলো জানান সচিব সামসুল আরেফিন।

এর আগে, আজ বিকেলে সার্চ কমিটির প্রধান ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে বৈঠকে বসেন , বিচারপতি এস এম কুদ্দুস জামান, মুসলিম চৌধুরী, সোহরাব হোসাইন, ছহুল হোসাইন ও আনোয়ারা সৈয়দ হক।

প্রসঙ্গত, গত ৫ ফেব্রুয়ারি ইসি গঠনে যোগ্য ব্যক্তি বাছাইয়ের জন্য আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে সভাপতি করে ছয় সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করা হয়।

আইন অনুযায়ী, অনুসন্ধান কমিটি গঠনের ১৫ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে যোগ্য ব্যক্তিদের নাম জমা দেবে।

অনুসন্ধান কমিটি প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারদের প্রতি পদের জন্য ২ জন করে ১০ জনের নাম প্রস্তাব করবে। এ ১০ জনের মধ্য থেকেই সিইসিসহ পাঁচজনকে দিয়ে নির্বাচন কমিশন (ইসি) গঠন করবেন রাষ্ট্রপতি।

Related Articles

Leave a Reply

Back to top button