মাদক প্রবেশ রোধে সীমান্তে বসবে অত্যাধুনিক সেন্সর : স্বরাষ্ট্রমন্ত্রী
মাদক প্রবেশ রোধে সীমান্তে অত্যাধুনিক সেন্সর ব্যবস্থা চালু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ কোস্ট গার্ডের ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশেষ অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ কোনো ড্রাগ প্রডিউসিং (মাদক উৎপাদন) কান্ট্রি নয়। কিন্তু তারপরেও মাদকের ভয়াল থাবা থেকে আমাদের প্রজন্মকে রক্ষার জন্য সর্বশক্তি নিয়োগ করেছি। পার্শ্ববর্তী দেশ যারা মাদক উৎপাদন করে তাদের সঙ্গে মন্ত্রী, ডিজি, বিজিবি ও কোস্ট গার্ড পর্যায়ে আলোচনা করছি। কোস্টগার্ডকে আরও শক্তিশালী করছি।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, আইন সংশোধনের মাধ্যমে কোস্টগার্ড যাতে নিজেদের লোকবল নিয়োগ দিতে পারে সেই ব্যবস্থা করছে সরকার।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক নিয়ন্ত্রণ থেকে শুরু করে বিভিন্ন অপরাধ দমনে কোস্টগার্ড বিশেষ ভূমিকা নিয়ে কাজ করে যাচ্ছে। কোস্টগার্ডকে শক্তিশালী ও আধুনিক করার লক্ষ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।