জাতীয়
রোববার রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী ইসির সাক্ষাৎ
কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বিদায়ী নির্বাচন কমিশন, রোববার (১৩ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
রোববার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে অন্যান্য নির্বাচন কমিশনাররা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে এ বৈঠকে অংশ নিতে উপস্থিত থাকবেন।
শনিবার (১২ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, রাষ্ট্রপতি আব্দুল হামিদ, সার্চ কমিটির সুপারিশ করা ১০ জনের মধ্যে কে এম নূরুল হুদাকে সিইসি করে পাঁচ সদস্যের কমিশন নিয়োগ দেন ২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি। এরপর ১৫ ফেব্রুয়ারি দায়িত্ব নেন নূরুল হুদা কমিশন।
আগামী ১৪ ফেব্রুয়ারি শেষ হচ্ছে এ কমিশনের মেয়াদ।