অন্যান্য খবরখবর

নতুন ডিজাইনের স্মার্টফোন ভিভো ভি২৩ই

নতুন ভিভো ভি২৩ই মডেলের একটি স্মার্টফোন নিয়ে এসেছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো।

আজ শনিবার (১২ ফেব্রুয়ারি) থেকে ভিভো ভি২৩ই স্মার্টফোনটি দেশের সকল অথোরাইজড ভিভো স্টোরগুলোতে পাওয়া যাচ্ছে।

৫০ মেগাপিক্সেলের অটো ফোকাস পোর্ট্রেইট সেলফি ক্যামেরাসহ প্রযুক্তির বিভিন্ন চমক রয়েছে এই স্মার্টফোনটিতে।

স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে মুনলাইট শ্যাডো ও সানশাইন কোস্ট রঙে। যারা নিজের সৃজনশীল পোর্ট্রেইট ছবি তুলতে চান, তাদের জন্য নি:সন্দেহে সেরা ডিভাইস হবে এই স্মার্টফোনটি।

অটোফোকাস প্রযুক্তি ও বৈচিত্র্যময় পোর্ট্রেইট মোডসহ ৫০ মেগাপিক্সেলের ইন্ডাস্ট্রি লিডিং সেলফি ক্যামেরা রয়েছে এ স্মার্টফোনে। পোর্ট্রেইট মোডগুলোর মধ্যে রয়েছে এআই এক্সট্রিম নাইট পোর্ট্রেইট এবং মাল্টি স্টাইল পোর্ট্রেইট। অনেক বেশি নিখুঁত রঙসহ, স্পষ্ট থেকে স্পষ্টতর সেলফি ধারণে সক্ষম হবে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরাটি।

এ স্মার্টফোনটির স্লিমনেস মাত্র ৭ দশমিক ৩৬ মিলিমিটার। মুনলাইট শ্যাডো সংস্করণে একটি সিরামিক ফিল্ম আবরণ রয়েছে, যা একটি ন্যানোস্কেল প্রসেসিং তৈরি করেছে। আর সানশাইন কোস্ট রঙের স্মার্টফোনটিতে রয়েছে স্পোর্টস এজি গ্লাস জেড প্রযুক্তি যা স্মার্টফোনটিতে সিল্কি মসৃণ লুক এনেছে।

ফোনটিতে ৮ গিগাবাইটের র‌্যাম রয়েছে, যা এক্সটেন্ডেড র‌্যাম ২.০ প্রযুক্তির মাধ্যমে ৪ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।

এ স্মার্টফোনটি মাত্র ১৫ মিনিটে ৪০ শতাংশ পর্যন্ত চার্জ হবে। স্মার্টফোনটির বাজারমূল্য ২৭,৯৯০ টাকা।

Related Articles

Leave a Reply

Back to top button