কুমিল্লাকে হারিয়ে প্লে-অফে খুলনা, মিনিস্টার ঢাকার বিদায়
বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের গ্রুপ পর্বের শেষ ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৯ উইকেটে হারিয়ে শেষ দল হিসেবে প্লে অফে জায়গা করে নিয়েছে মুশফিকুর রহিমের খুলনা টাইগার্স। আর এতেই পয়েন্ট টেবিলে তিন নম্বরে থেকেও প্লে-অফে খেলা হলো না মিনিস্টার ঢাকার।
কারণ ম্যাচটিতে খুলনা হারলে ১০ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে প্লে অফে যেত মিনিস্টার ঢাকা। তবে খুলনার জয়ে ১০ ম্যাচ শেষে ১১ পয়েন্ট নিয়ে চতুর্থ দল হিসেবে প্লে অফ নিশ্চিত করল খুলনা। বাদ পড়ে গেল ঢাকা।
শনিবার দিনের দ্বিতীয় ম্যাচে খুলনাকে ১৮৩ রানের লক্ষ্য দিয়েও আঁটকাতে পারেনি পয়েন্ট টেবিলের দুই নম্বর দল কুমিল্লা। যদিও এই ম্যাচে নিয়মিত খেলোয়াড়দের বিশ্রামে রেখেছিল দলটি।
কুমিল্লার দেয়া বড় লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনার আন্দ্রে ফ্লেচার ও শেখ মেহেদী শুরু থেকেই ঝড় তোলেন ব্যাট হাতে। একের পর এক বাউন্ডারিতে কুমিল্লার বোলাররা দিশেহারা হয়ে পড়ে।
আন্দ্রে ফ্লেচার ২৭ বলে তুলে নেন ফিফটি। এরপর শেখ মেহেদী ফিফটি তোলেন ৩১ বলে। শেষ পর্যন্ত ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দেন ফ্লেচার। ৬০ বলে সেঞ্চুরি পূর্ণ করেন এই ক্যারিবীয় ব্যাটার।
দুই ওপেনারের জুটিতে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় খুলনা টাইগার্স।