খেলা

আইপিএলের দামী খেলোয়াড় ইষান কিষান

এবারের আইপিএলে সর্বোচ্চ দাম পেয়েছেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান ইষান কিষান। ১৫ কোটি ২৫ লাখ রুপিতে তাকে কিনেছে মুম্বাই ইন্ডিয়ানস। খবর: হিন্দুস্তান টাইমস।

নিলামে ২ কোটি টাকার বেস প্রাইসের ইশান কিষানের জন্য দর হাঁকে মুম্বাই ইন্ডিয়ান্স। লড়াইয়ে যোগ দেয় পাঞ্জাব কিংস। শেষে যোগ দেয় গুজরাট টাইটানস। এই প্রথম কোনো ক্রিকেটারের জন্য নিলামে ১০ কোটি টাকার বেশি দর হাঁকে মুম্বাই। সানরাইজার্স হায়দরাবাদ শেষ মুহূর্তে দর হাঁকে। তবে শেষ পর্যন্ত ১৫ কোটি ২৫ লাখ রুপিতে ইশানকে দলে নেয় মুম্বাই।

এতে আইপিএল নিলামের ইতিহাসে ভারতের সব থেকে দামি উইকেটকিপারের হলেন ইশান কিষাণ। এখনও পর্যন্ত চলতি নিলামে তিনিই সব থেকে দামি ক্রিকেটার।

এর আগে দিল্লি ক্যাপিটালসের সাবেক অধিনায়ক শ্রেয়ার আয়ারকে আজ ১২ কোটি ২৫ লাখ রুপিতে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। এর মাধ্যমে ২০২২ সালের সবচেয়ে দামী খেলোয়াড় হন আয়ার। কিন্তু তাকে আজই সরিয়ে দিলেন ইষান কিষান।

Related Articles

Leave a Reply

Back to top button