জাতীয়

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ১৮ ট্রলার ডুবি

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে, শুঁটকি সংগ্রহের কাজে ব্যবহার করা ১৮টি ট্রলারডুবির ঘটনা ঘটেছে।

এসময় ট্রলারে থাকা ১৫৪ জেলেকে জীবিত উদ্ধার করা গেলেও তিন জন নিখোঁজ রয়েছেন।

গতকাল শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাত ১০টায় বঙ্গোপসাগরের দুবলার চর এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ তিন জেলে হলেন, রামপালের দূর্গাপুর গ্রামের মো. ইদ্রিসের ছেলে মো. শাহিনুর, ইসলামাবাদ গ্রামের মো. ছোট্টোর ছেলে মো. মোতাচ্ছির এবং সাতক্ষীরার মিজানুর রহমান।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন গণমাধ্যমকে জানান, গত নভেম্বরে দেশের বিভিন্ন জায়গা থেকে শুটকি প্রক্রিয়া করতে দুবলায় সামুদ্রিক মাছ ধরতে আসেন প্রায় ৩০ হাজার জেলে। এসব জেলেরা দুবলাসহ প্রায় আটটি চরে অস্থায়ী বসতি গড়ে তোলেন। সেখানে থেকেই তারা সাগরে মাছ ধরেন। শুক্রবারও মাছ ধরতে তারা সাগরে যান। কিন্তু হঠাৎ ঝড়ের কবলে পড়ে ১৮টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। দুবলায় আটটি এবং তার পাশ্ববর্তী এলাকা আলোরকোল এলাকায় আরও ১০ টি মাছ ধরার ট্রলার ডুবে যায়। পরে অন্য ট্রলারের সাহায্যে ১৫৪ জেলে ফিরে এসেছে।

এতে তিন জেলে এখনও নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে কোস্টগার্ড, বন বিভাগ ও অন্য জেলেরা কাজ করছে।

Related Articles

Leave a Reply

Back to top button