জাতীয়

শিশু পর্ণগ্রাফির দায়ে একজন গ্রেফতার

গত ২৯/১২/২০২০ তারিখ বিকাল ১৮.১৫ ঘটিকার সময় ঢাকার মুগদা থানাধীন অতিশ দীপঙ্কর সড়ক এর একটি বাসা থেকে অভিযান পরিচালনা করে শিশু পর্ণগ্রাফির দায়ে কে.এম মীরাজুল আজম(২৮) নামে একজন কে গ্রেফতার করেছে সিটিটিসি এর সাইবার অপরাধ তদন্ত বিভাগ।

এ সময় শিশু পর্ণগ্রাফির কাজে ব্যবহৃত তার মোবাইল ফোন ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের আইডি সমূহ জব্দ করা হয়। অভিযুক্ত অনলাইনে উঠতি বয়সী শিশুদের সাথে যোগাযোগ করে পর্ণোছবি ও ভিডিও সংগ্রহ , সংরক্ষণ ও সরবরাহ করছে এবং তাদের নিজেদের পর্ণো ছবি ও ভিডিও প্রদান করতে উৎসাহিত করছে।

এভাবে দেশী বিদেশী শিশুদের নিকট হতে তাদের পর্ণোছবি ও ভিডিও সংগ্রহ করে তা বিভিন্ন ওয়েবসাইটে একাউন্ট খুলে আপলোড করে আসছে। উল্লেখ্য যে , অভিযুক্ত তার ব্যবহৃত হোয়াটসএ্যাপ আইডিতে ভারতীয় অপ্রাপ্ত এক বয়স্ক নারী ভিকটিমের অশ্লীল ছবি এবং তার ব্যক্তিগত অশ্লীল ভিডিও প্রদর্শনের মাধ্যমে উক্ত ছবি বিভিন্ন স্যোসাল প্ল্যাটফর্মে ভাইরাল করবে মর্মে হুমকি প্রদান করে ভিক্টিমের কাছ থেকে ২,৫০,০০০/- ( দুই লক্ষ পঞ্চাশ হাজার) ভারতীয় রূপি ব্যাংক একাউন্ট এ দেবার জন্য দাবি করে।

সাইবার টেরোরিজম ইনভেস্টিগেশন টিম, সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ, সিটিটিসি, ডিএমপি, ঢাকা কম্পিউটার সিস্টেম ব্যবহার করে বিভিন্ন স্যোসাল মিডিয়া মনিটরিং তথ্যের ভিত্তিতে সাইবার পেট্রোলিং করার সময় এই অভিযুক্তের সন্ধান পায় ও প্রাযুক্তিক সহায়তার মাধ্যমে তাকে গ্রেফতারে সক্ষম হয়। রমনা মডেল থানায় পর্ণগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মাধ্যমে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। ডিএমপি’র কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ, সাইবার টেরোরিজম ইনভেস্টিগেশন টিমের সিনিয়র সহকারী কমিশনার জনাব সাইদ নাসিরুল্লাহ পিপিএম সেবা এর নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button