খেলা

এক যুগ পর ঢাকায় জেমি সিডন্স

দীর্ঘ এক যুগ পর আবারও ঢাকায় টাইগারদের সাবেক হেড কোচ জেমি সিডন্স।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জেমি সিডন্সকে ব্যাটিং পরামর্শকের দায়িত্ব দিয়েছে। দ্বিতীয় দফায় টাইগারদের দায়িত্ব নিতে ঢাকায় এসেছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার সিডন্স। আজ বুধবার বিকেলেই ঢাকা পৌঁছান তিনি।

এদিকে, বাংলাদেশ দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করছেন দক্ষিণ আফ্রিকার অ্যাশওয়েল প্রিন্স। তার দায়িত্ব বাড়ানো হয় ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।

জাতীয় দলে সিডন্সের ভূমিকা প্রসঙ্গে বুধবার মিরপুরে সংবাদমাধ্যমকে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, জেমি সিডন্সকে নেওয়া হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যাটিং কনসালট্যান্ট হিসেবে।

তিনি আরও বলেন, আপনারা জানেন, অ্যাশওয়েল প্রিন্স আমাদের জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করছেন। সো, দুজন আমাদের এখন ব্যাটিং কোচ আছেন, স্পেশালিস্ট ব্যাটিং কোচ। এখন পর্যন্ত যেটা আছে, প্রিন্স আমাদের জাতীয় দলের কোচ হিসেবে আছেন এবং জেমি সিডন্স বোর্ডের ব্যাটিং কনসালট্যান্ট হিসেবে কাজ করবেন।

এর আগে, জেমি সিডন্স ২০০৭ সালের অক্টোবরে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করেন। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের পর তিনি পদত্যাগ করেন। সিডন্সের অধীনে বাংলাদেশ দল ১৯ টেস্টের মধ্যে ২টি জিতেছে, হেরেছে ১৬টি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button