কাতারকে ন্যাটোর বাইরে বড় মিত্র আখ্যা দেবে যুক্তরাষ্ট্র
অস্থিতিশীল মধ্যপ্রাচ্যে গুরুত্বপূর্ণ মিত্রকে বিশেষ মর্যাদা দেওয়ার অঙ্গীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।মধ্যপ্রাচ্যের শক্তিশালী অর্থনীতি ও মধ্যস্ততাকারী দেশ কাতারকে ন্যাটোর বাইরে বড় মিত্র আখ্যা দেবে যুক্তরাষ্ট্র। সোমবার (৩১ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্টের দপ্তর ওভাল অফিসে এক বৈঠকে অঙ্গীকার জানান জো বাইডেন।
কাতারে আমির শেখ তামিম বিন হামাদ আল-থানিকে সঙ্গে নিয়ে ওয়াশিংটন-দোহার সম্পর্কোন্নয়নের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন বাইডেন। এ সময়ে কাতারকে ভালো বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবেও ঘোষণা করেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি কংগ্রেসকে বলব যে কাতারকে ন্যাটোর বাইরের বড় মিত্র হিসেবে আখ্যায়িত করতে যাচ্ছি। আমাদের সম্পর্কের গুরুত্বের প্রতিফলন হিসেবেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সম্পর্কের কারণে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বিশেষ সামরিক ও অর্থনৈতিক সুবিধা পাবে দোহা।