জাতীয়

সাফারি পার্কে জেব্রার মৃত্যু: ভারপ্রাপ্ত কর্মকর্তা ও চিকিৎসককে প্রত্যাহার

গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান এবং ভেটেরিনারি অফিসার ডা. হাতেম সাজ্জাদ মো. জুলকারনাইনকে প্রত্যাহার করে ঢাকায় বন অধিদপ্তরে বদলি করা হয়েছে।

সোমবার (৩১ জানুয়ারি) প্রশাসনিক আদেশে এটি কার্যকর করা হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা দীপঙ্কর বর এ তথ্য নিশ্চিত করে বলেন, জেব্রার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং দায়িত্বে অবহেলাকারীদের সনাক্তকরণে নিরপেক্ষ তদন্তের স্বার্থে পার্কে দায়িত্বরত এ কর্মকর্তাদের প্রতাহার করা হয়েছে।

দীপঙ্কর বর আরও জানান, তবিবুর রহমান এবং হাতেম সাজ্জাদ মো. জুলকারনাইনের স্থলে যথাক্রমে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ফরিদপুরের সামাজিক বন বিভাগের সহকারী বন সংরক্ষক রফিকুল ইসলাম এবং কক্সবাজারের ডুলাহাজরায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন মোস্তাফিজুর রহমানকে দায়িত্ব দেয়া হয়েছে।

এদিকে সাফারি পার্কের প্রকল্প পরিচালক জাহিদুল কবিরকে প্রত্যাহারের উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button