করোনাজাতীয়

শনিবার থেকে অর্ধেক যাত্রী নিয়ে চলবে ট্রেন

আগামী ১৫ জানুয়ারি শনিবার থেকে, করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় অর্ধেক যাত্রী নিয়ে চলাচল ট্রেন করবে। এর আগ পর্যন্ত অগ্রীম টিকিট বিক্রি হয়ে যাওয়ায় ওইদিন থেকে অর্ধেক আসনে যাত্রী পরিবহনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

মঙ্গলবার (১১ জানুয়ারি) বাংলাদেশ রেলওয়ের উপপরিচালক (টিসি) মো. নাহিদ হাসান খান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।

এতে জানানো হয়, ৫০ শতাংশের অর্ধেক টিকিট কাউন্টারে এবং অর্ধেক টিকিট অনলাইনে বিক্রি করা হবে।

করোনা ভাইরাসজনিত রোগের বিস্তাররোধে সার্বিক কার্যাবলি/চলাচলে সরকার বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে ট্রেন, বাস ও লঞ্চে সক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে পারবে মর্মে নির্দেশনা প্রদান করা হয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী, যাত্রীবাহী ট্রেন পরিচালনার ক্ষেত্রে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারী ও যাত্রীদের স্বাস্থ্যগত নিরাপত্তার স্বার্থে শারীরিক দূরত্ব ও মাস্ক পরিধান নিশ্চিত করার মাধ্যমে আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রিতে সংশোধনী আনা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button