এএসডি মিডিয়া ফেলোশিপ ২০২১ এ চারটি ক্যাটাগরিতে সম্মাননা প্রদান
শিশু অধিকার ও সুরক্ষা বিষয়ক প্রতিবেদনের জন্য, চার ক্যাটাগরিতে মিডিয়া ফেলোশিপ এওয়ার্ড দিয়েছে একশন ফর সোশ্যাল ডেভলেপমেন্ট (এএসডি) ।
২৭ ডিসেম্বর সোমবার সকালে এএসডির প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এ ফেলোশিপ এওয়ার্ড ও সার্টিফিকেট প্রদান করা হয়।
(এএসডি) মিডিয়া ফেলোশিপ এওয়ার্ড ২০২১ – এ টেলিভিশন ক্যাটাগরিতে এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মো. শারফুল আলম, রেডিও ক্যাটাগরিতে রেডিও টুডের স্টাফ রিপোর্টার সাখাওয়াত সুমন, দৈনিক পত্রিকা ক্যাটাগরিতে দৈনিক মানবকণ্ঠের স্টাফ রিপোর্টার সেলিম আহমেদ, অনলাইন নিউজ পোর্টাল ক্যাটাগরিতে নিউজ নাউ বাংলার সিনিয়র রিপোর্টার ফারহানা নীলাকে সম্মাননা দেওয়া হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীপ্ত টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ফুয়াদ চৌধুরী। তিনি বলেন, এমন আয়োজনের মধ্য দিয়ে শিশুদের অধিকারগুলো যেমন আরো প্রতিষ্ঠিত হবে। তেমনি সাংবাদিকদের অভিজ্ঞতা ও দক্ষতাও বৃদ্ধি পাবে। গুরুত্বপূর্ণ বিষয়গুলোর প্রতি জনসাধারণের মনোযোগ আকর্ষণে এবং শিশুদের জীবনমান উন্নয়নে নীতি-নির্ধারকদের জবাবদিহিতার সম্মুখীন করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আরও উন্নত ভবিষ্যতের জন্য পদক্ষেপ গ্রহণে একত্রে কাজ করার মাধ্যমে এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করা যেতে পারে। বাংলাদেশের অগ্রগতির কেন্দ্রে শিশুদের রাখার জন্য সরকার ও গণমাধ্যমসহ অন্যান্য অংশীদারদের সঙ্গে অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি, প্রাবন্ধিক, গবেষক ও বাংলা একাডেমির উপ-পরিচালক সাহেদ মন্তাজ। তিনি বলেন, আমরা চাই সঠিকভাবে শিশুর বিকাশ হোক। নতুন প্রজন্ম হিসেবে তারা এমনভাবে বেড়ে উঠবে, যেন দেশের অগ্রগতিতে ভূমিকা রাখতে পারে। আর গণমাধ্যম কর্মীরা যখন এ বিষয়গুলো তুলে ধরে, তখন সেটি আরো বেশি কার্যকরী হয়। তাই এএসডি আয়োজিত মিডিয়া ফেলোশিপও শিশু অধিকার ও মিডিয়াকর্মীবান্ধব, উভয়ক্ষেত্রেই কার্যকরী হবে।
সভাপতি হিসেবে ছিলেন এএসডির কর্মসূচি পরিচালক মো. হামিদুর রহমান। তিনি বলেন, এএসডি প্রথমবার এই ফেলোশিপের আয়োজন করেছে। প্রতিবছরই এই ফেশোশিপ দেয়া হবে। এবং সামনে আরো বড় পরিসরে এই আয়োজন হবে বলেও জানান তিনি।
৩৯ জন মিডিয়া প্রতিযোগীর মধ্য থেকে ২৬ জন মিডিয়া সাংবাদিক বিভিন্ন ৪ ক্যাটাগরীতে প্রতিবেদন জমা দেন। এতে প্রাথমিকভাবে ১৩ জনের প্রতিবেদন বাছাই করা হয়। সেখান থেকে ৪ ক্যাটাগরীতে মোট ৪ জনের প্রতিবেদন শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়। পরে, প্রতিযোগীদের হাতে এওয়ার্ড, সার্টিফিকেট ও প্রাইজ মানি তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এএসডির কো-অর্ডিনেটর, সিডিআর এম. এ. করিম, ডিসিএইচআর প্রজেক্টের প্রকল্প ব্যবস্থাপক ইউ কে এম ফারহানা সুলতানা, কো-অর্ডিনেটর, অ্যাডভোকেসি এন্ড ক্যাম্পেইন মো. ইসহাক ফারুকী, প্রকল্প কর্মকর্তা গুল-ই-জান্নাত জেনি, ফিল্ড সুপারভাইজার সত্যব্রত দাস।