রাষ্ট্রপতির সংলাপের সাফল্য কামনা ৩৭ নাগরিকের
দেশের ৩৭ জন বিশিষ্ট নাগরিক, নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ডাকা সংলাপের সাফল্য কামনা করেছেন।
বুধবার (২২ ডিসেম্বর) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।
সুশাসনের জন্য নাগরিক-সুজন সচিবালয় থেকে পাঠানো বিবৃতিতে নাগরিকেরা বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনার উদ্যোগ, বর্তমান প্রেক্ষাপটে সময়োপযোগী ও জরুরি।
নাগরিকেরা বিবৃতিতে বলেন, গণতন্ত্র চর্চা, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, জবাবদিহি, আইনের সম ও ন্যায্য প্রয়োগ এবং আমাদের অর্থনৈতিক উন্নয়নকে সর্বময় ও বণ্টন ব্যবস্থাকে সাম্যমূলক করে তোলার জন্যে প্রয়োজনীয় পদক্ষেপ ও ঐকমত্যের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতি আলাপ-আলোচনা হবে।
এই আলোচনার মাধ্যমে ভবিষ্যতের বাংলাদেশের ব্যাপারে সবার কাছে গ্রহণযোগ্য একটা খসড়া প্রস্তাবনা প্রণীত হবে, বলে আশা করেন বিশিষ্টজনেরা।
বিবৃতিতে সিরাজুল ইসলাম চৌধুরী, ব্যারিস্টার আমীর-উল ইসলাম, এম হাফিজউদ্দিন খান, বিচারপতি আব্দুল মতিন, এম সাখাওয়াত হোসেন, হামিদা হোসেন, সালেহ উদ্দিন আহমেদ, মহিউদ্দিন আহমদ, পারভীন হাসান, বদিউল আলম মজুমদার, তোফায়েল আহমেদ, মুনিরা খান, শিরিন হক, শাহদীন মালিক, সারা হোসেন, শাহীন আনাম, তাসলিমা সুলতানা, শহিদুল আলম, শারমিন মুরশিদ, আবদুল লতিফ, সঞ্জীব দ্রং, শামসুল হুদা, রিজওয়ানা হাসান, আসিফ নজরুল, রেহনুমা আহমেদ, স্বপন আদনান প্রমুখের নাম উল্লেখ করা হয়।